Advertisment

India vs Bangladesh: ৩৪৩ রানের লিডেই ইনিংস ডিক্লেয়ার করল ভারত

শনিবার ইন্দোর টেস্টের তৃতীয় দিনে ভারত আর ব্য়াট করতে নামল না। গতকাল ময়ঙ্ক আগরওয়ালের দ্বি-শতরানের সৌজন্য়ে ইন্ডিয়ার স্কোরেবোর্ডে ছিল  ৪৯৩/৬। ৩৪৩ রানের লিড নিয়েই ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত কোহলির।

author-image
IE Bangla Web Desk
New Update
India declare at 493 for 6 in their first innings. Lead Bangladesh by 343 runs

৩৪৩ রানের লিডে ডিক্লেয়ার করল ভারত, শুরুতেই জোড়া ধাক্কা বাংলাদেশের (ছবি-টুইটার, বিসিসিআই)

শনিবার ইন্দোর টেস্টের তৃতীয় দিনে ভারত আর ব্য়াট করতে নামল না। গতকাল ময়ঙ্ক আগরওয়ালের দ্বি-শতরানের সৌজন্য়ে ইন্ডিয়ার স্কোরেবোর্ডে ছিল  ৪৯৩/৬। ৩৪৩ রানের লিড নিয়েই এদিন ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি।

Advertisment

বাংলাদেশ ব্য়াট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ফেলে। শদমান ইসলাম ও ইমরুল কায়েসের ওপেনিং জুটি ১৬ রানের মধ্য়েই প্য়াভিলিয়নে ফিরে যায়। শদমানকে ৬ রানে ক্লিন বোল্ড করে দেন ইশান্ত শর্মা। ইমরুল কায়েসও এই একই রানে উমেশ যাদবের বলে বোল্ড হন। অধিনায়ক মোমিনুল হক ও মহম্মদ মিঠুনের ব্য়াটে লড়াইয়ে বাংলাদেশ।

আরও পড়ুন-India vs Bangladesh: মায়াঙ্কের ব্যাটে রানের চূড়োয় ভারত, লাঞ্ছিত বাংলাদেশ

আরও পড়ুন-দ্বিশতরানের পরেই মায়াঙ্ককে নতুন চ্যালেঞ্জ কোহলির

ভারতকে দ্বিতীয় দিনে কার্যত একাই টেনেছিলেন ময়ঙ্ক আগারওয়াল। স্কোরবোর্ডে ২৪৩ যোগ করে যান তিনি। মায়াঙ্কের সৌজন্য়ে ভারত রানের পাহাড়ে উঠে যায়। ময়ঙ্কের পরেই বলতে হবে অজিঙ্ক রাহানের কথা। মাত্র ১৪ রানের জন্য় বাঁধা শতরান মাঠে রেখে আসেন তিনি। প্রথম দিন শেষবেলায় ব্যাট করতে নেমে ভারত রোহিতের উইকেট খুইয়ে ফেলেছিল। দ্বিতীয় দিনে ভারতের মাত্র ৫টি উইকেট তুলতে পারল বাংলাদেশ।

Bangladesh India
Advertisment