ভারত: ২৯৭ ও ৩৪৩/৭ (ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ ২২২ ও ১০০ (২৬.৫ ওভার)
৩১৮ রানে জয়ী ভারত
দুরন্ত জয় দিয়েই বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের শুভারম্ভ করল ভারত। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়ে দু'ম্য়াচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলি অ্যান্ড কোং। অজিঙ্ক রাহানের ঝকঝকে সেঞ্চুরি আর জসপ্রীত বুমরার পাঁচ উইকেটের সৌজন্য়ে স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত জয়ের পতাকা ওড়াল।
আরও পড়ুন: রাহুল বলছেন টেকনিক ‘ওভাররেটেড’, ধৈর্য্য়শীল হতে চান তিনি
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছিল। কোহলি-রাহানের অপরাজিত ১০০ রানের পার্টনারশিপে ভারত দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছিল। হাতে সাত উইকেট নিয়ে ২৬০ রানের লিড ছিল ভারতের। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই কোহলি আউট হয়ে যান। রস্টন চেজের বলে ক্য়াম্পবেলের হাতে ক্য়াচ আউট হয়ে যান তিনি। ৫১ রানেই থামে বিরাটের ইনিংস।
এখান থেকে রাহানে আর হনুমা বিহারী অসাধারণ ইনিংস খেলে স্কোরবোর্ডে ৩৪৩ রান তুলতে সাহায্য় করেন। দু'বছর পর রাহানে টেস্ট শতরান করেন। ১০২ রানে আউট হন তিনি। বিহারী মাত্র সাত রানের জন্য় সেঞ্চুরি মাঠে রেখে আসেন। ৯৩ রানে তিনি জেসন হোল্ডারের বলে শে হোপের হাতে ক্য়াচ আউট হয়ে যান।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ভাল পিচ জরুরি, বলছেন শচীন
-->
আর এই পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা যে পারফরম্য়ান্সটা দিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেটাই করে দেখালেন বুমরা। তুলে নিলেন পাঁচ উইকেট। আট ওভার বল করে সাত রান খরচ করলেন তিনি। ইশান্ত নিলেন তিন উইকেট। শামি পেলেন দুই উইকেট। ভারত-উইন্ডেজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ জুন থেকে। সিরিজের শেষ টেস্ট হবে কিংস্টোনে। এই টেস্টে ড্র করলেও সিরিজ জিতে নেবে কোহলি অ্যান্ড কোং।