2026 AFC Women's Asian Cup: এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে সম্মানিত সঙ্গীতা বাসফোর! ভারতের গ্রুপে কোন কোন দল?

India women's football team: সিডনির ঐতিহাসিক টাউন হলে হয়ে গেল এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ ড্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২টি দেশের কোচ ও অধিনায়ক।

India women's football team: সিডনির ঐতিহাসিক টাউন হলে হয়ে গেল এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ ড্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২টি দেশের কোচ ও অধিনায়ক।

author-image
IE Bangla Sports Desk
New Update
AFC Women's Asian Cup Draw: এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে বিশেষ সম্মান পেলেন ইস্টবেঙ্গলের সঙ্গীতা

AFC Women's Asian Cup Draw: এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানে বিশেষ সম্মান পেলেন ইস্টবেঙ্গলের সঙ্গীতা

AFC Women's Asian Cup 2026 Group Draw: সিডনির ঐতিহাসিক টাউন হলে হয়ে গেল এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর (AFC Asian Cup) গ্রুপ ড্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২টি দেশের কোচ ও অধিনায়ক। ভারতের হয়ে অনুষ্ঠানে যোগ দেন জাতীয় মহিলা দলের (Indian Women Football Team) প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ও বঙ্গকন্যা সঙ্গীতা বাসফোর (Sangita Basfore)। ভারতীয় ফুটবলার হিসেবে এই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান পান ইস্টবেঙ্গলের এই মিডফিল্ডার।

Advertisment

গ্রুপ ড্রয়ের সময় ভারতের নাম ছিল ৪ নম্বর পটে, যেখানে আরও ছিল ইরান এবং বাংলাদেশ। চারটি পাত্র থেকে একটি করে দেশ নিয়ে গঠন করা হয় তিনটি গ্রুপ। ড্র অনুযায়ী, ভারত পড়েছে গ্রুপ 'সি'-তে। এই গ্রুপে ভারতের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান (র‌্যাঙ্কিং ৭), ভিয়েতনাম (৩৭) এবং চাইনিজ তাইপে (৪২)। ভারতের র‌্যাঙ্কিং বর্তমানে ৭০। এ অবস্থায় ভারতের গ্রুপ পর্ব পেরনো বেশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কোচ ছেত্রীর দলের জন্য।

আরও পড়ুন সঙ্গীতার জোড়া গোলেই অসাধ্যসাধন, বঙ্গতনয়ার মাঠে ফেরার লড়াই চোখে জল আনবে

Advertisment

এশিয়ান কাপ ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল সরাসরি উঠবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপে তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দলও সুযোগ পাবে শেষ আটে। এই প্রতিযোগিতার সেরা চার দল সরাসরি ২০২৭ সালের মহিলা ফুটবল বিশ্বকাপের টিকিট পাবে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে আয়োজক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ফিলিপিন্স। গ্রুপ ‘বি’-তে খেলবে উত্তর কোরিয়া, চিন, বাংলাদেশ ও উজবেকিস্তান।

ড্র অনুষ্ঠানে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন সঙ্গীতা বাসফোর। অস্ট্রেলিয়ার তারকা তেমেকা ইয়ালোপ এবং দক্ষিণ কোরিয়ার জিওন ইউ গেয়ংয়ের সঙ্গে মঞ্চে উঠে পটে থাকা চিরকুট থেকে দেশগুলোর নাম তুলে আনেন তিনি। এই সম্মান পেয়ে রীতিমতো গর্বিত সঙ্গীতা ও ভারতীয় ফুটবল মহল।

ভারতের গ্রুপ পর্বের ম্যাচের সূচি

৪ মার্চ: ভারত বনাম ভিয়েতনাম (পার্‌থ)

৭ মার্চ: ভারত বনাম জাপান (পার্‌থ) 

১০ মার্চ: ভারত বনাম চাইনিজ তাইপে (সিডনি)

উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথমবার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা ফুটবল দল। যদিও ২০২২ সালে আয়োজক দেশের সুবিধায় খেলার সুযোগ পেয়েছিল ভারত। ইতিহাস বলছে, ভারত ১৯৮০ ও ১৯৮৩ সালে মহিলা এশিয়ান কাপে রানার্স-আপ এবং ১৯৮১ সালে তৃতীয় হয়েছিল।

সেই গৌরব ফিরিয়ে আনতে এবার আরও একবার লড়াইয়ের প্রস্তুতিতে ভারতীয় দল। কঠিন গ্রুপ, কঠিন প্রতিপক্ষ, তবুও আশায় বুক বাঁধছে ভারতীয় ফুটবল সমর্থকরা।

AFC Asian Cup Indian Women Football Team Sangita Basfore