IND vs ENG 2nd Test Bomb Threat: ভয়ঙ্কর নাশকতার ছক! টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে 'বোমাতঙ্ক'?

India vs England Test 2025: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটা বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।

India vs England Test 2025: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটা বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (1)

'টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে বোমাতঙ্ক

Indian Cricket Team: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে বার্মিংহামে দ্বিতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 2nd Test Match) আয়োজন করা হয়েছে। কিন্তু, এই টেস্ট ম্য়াচ শুরুর একদিন আগে টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পাওয়া যায়। এই প্যাকেট ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। আসলে, যে হোটেলে ভারতীয় ক্রিকেট দলকে রাখা হয়েছে, সেই হোটেলের কাছাকাছি স্যান্টিনারি স্কোয়ারে ওই সন্দেহজনক প্যাকেটটি পাওয়া গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ আসে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

Advertisment

আপাতত হোটেলবন্দি টিম ইন্ডিয়া

এই ঘটনার খবর ইতিমধ্যে নিরাপত্তা এজেন্সিকেও দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটারদের নাকি আপাতত হোটেলের বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বার্মিংহাম সিটি সেন্টারে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছে।

Advertisment

সোশ্যাল মিডিয়া মারফৎ পুলিশ সেই খবর দিয়েছে। এরপর ক্রিকেটারদের নিরাপত্তা আরও জোরদার করে দেওয়া হয়েছে। হোটেলের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা নাকি মাঝেমধ্যেই হোটেলের কাছে ব্রড স্ট্রিটে হাঁটাহাঁটি করতে যান। কিন্তু, এই সতর্কবার্তার পর সকলেই হোটেলবন্দি হয়ে রয়েছেন।

IND vs ENG 2nd Test: দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি গিল-গম্ভীরের, ২ ম্যাচ উইনার বোলারকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া?

একঘণ্টা পর পুলিশ সরিয়ে দেয় নিরাপত্তার ঘেরাটোপ

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে পুলিশ জানিয়েছে, 'বার্মিংহাম সিটি সেন্টারের স্যান্টিনারি স্কোয়ার আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিলাম। একটা সন্দেহজনক প্যাকেট পেয়েছি। সেটাকে তদন্ত করা হচ্ছে। দুপুর তিনটে নাগাদ আমরা এই প্যাকেটের ব্যাপারে খবর পেয়েছি। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি বহুতল খালি করে দেওয়া হয়। আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে। আপাতত একটাই অনুরোধ ওই অঞ্চলে কেউ যাবেন না।' যদিও একঘন্টার মধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সেইসঙ্গে নিরাপত্তার ঘেরাটোপও সরিয়ে দেওয়া হয়।

Indian Cricket Team India vs England IND vs ENG 2nd Test Match