IND vs ENG 2nd Test: দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি গিল-গম্ভীরের, ২ ম্যাচ উইনার বোলারকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া?

India vs England 2nd Test: টিম ম্যানেজমেন্ট এমন এক কম্বিনেশন মাঠে নামাতে চাইছে, যাতে জেতার জন্য বাজি ধরা যাবে। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট তাদের দুই বড় ম্যাচ উইনার বোলার ছাড়া ম্যাচে নামার কথা ভাবছে।

India vs England 2nd Test: টিম ম্যানেজমেন্ট এমন এক কম্বিনেশন মাঠে নামাতে চাইছে, যাতে জেতার জন্য বাজি ধরা যাবে। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট তাদের দুই বড় ম্যাচ উইনার বোলার ছাড়া ম্যাচে নামার কথা ভাবছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs England 2nd Test Match: ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে

India vs England 2nd Test Match: দ্বিতীয় টেস্ট ম্যাচে একাধিক বদল আনতে চলেছে টিম ইন্ডিয়া

Ind vs Eng 2nd Test Team India Predicted Playing Eleven: এই মাঠে ৪৮ বছরে ভারত মাত্র একটিমাত্র টেস্ট ম্যাচ জিততে পেরেছে। এই গ্রাউন্ডে ভারতের একের পর এক তাবড় অধিনায়ককে হার স্বীকার করতে হয়েছে। এমন এক পিচে বড় স্কোর করেও দলকে হারতে হয়েছে। তখন স্বাভাবিকভাবেই মনে হয়, এই মাঠ যেন এক বড় ধাঁধা, যেটা ভারতীয় দল (Indian Cricket Team ) বছরের পর বছর ধরেও সমাধান করতে পারেনি। এমন পরিস্থিতিতে যদি ভারত কোনও ‘বিস্ফোরক’ কৌশল না আনতে পারে তাহলে জেতা প্রায় অসম্ভব!

Advertisment

আগামিকাল, ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ (India vs England) শুরু হতে চলেছে সেই এজবাস্টন মাঠে। এই পিচ বছরের পর বছর ধরে ভারতীয় দলের জন্য একপ্রকার মৃত্যুফাঁদ হয়ে গিয়েছে। এরই মধ্যে যদি শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট এমন এক কম্বিনেশন মাঠে নামাতে চাইছে, যাতে জেতার জন্য বাজি ধরা যাবে। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট তাদের দুই বড় ম্যাচ উইনার বোলার ছাড়া ম্যাচে নামার কথা ভাবছে।

কুলদীপের সঙ্গে আবার ধোঁকা! 

গত কয়েকদিন ধরে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) এজবাস্টনে না খেলার খবর জোরালো হয়েছে। আর তখনই জল্পনা শুরু হয় যে দলের আরেকজন বড় ম্যাচ উইনার, যার ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড দুর্দান্ত, সে নিশ্চয়ই খেলবে। কিন্তু ম্যাচের কয়েক ঘণ্টা আগে চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের খবর অনুযায়ী, ম্যানেজমেন্ট কুলদীপকে (Kuldeep Yadav) খেলিয়ে টেল লাইনআপ লম্বা করতে চাইছে না। তাই নজর রয়েছে ওয়াশিংটন সুন্দরের দিকে। এর প্রভাব অনুশীলন সেশনেও দেখা গেছে। অর্থাৎ স্পষ্ট, কুলদীপ যাদবের বদলে সুন্দর খেলবেন আর রবীন্দ্র জাডেজা নিজের ব্যাটিং ক্ষমতায় দলে জায়গা ধরে রাখবেন। এতে ৮ নম্বর পর্যন্ত ব্যাটিং মজবুত থাকবে, আর ৯-১০-১১ তে থাকবে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশদীপ।

Advertisment

আরও পড়ুন শোধরাতে হবে এই ৩ ভুল, তাহলেই দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত টিম ইন্ডিয়ার

সাই-শার্দূল বাদ, ৩ নম্বরে নায়ার! 

টিম ইন্ডিয়া থেকে আরও বড় ইঙ্গিত মিলেছে, যা আরও বেশি চমকে দিতে পারে। প্রথম টেস্ট খেলা সাই সুদর্শনকে দ্বিতীয় টেস্টে বসানো হতে পারে আর করুণ নায়ারকে প্রোমোট করে ৩ নম্বরে নামানো হতে পারে। এটা সম্ভব মনে হচ্ছে কারণ শার্দূলের জায়গায় নীতীশ রেড্ডি প্রায় নিশ্চিত, আর সুন্দর আসায় ৮ নম্বর পর্যন্ত ব্যাটিং গভীর হবে। এর মানে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে তিনজন ফাস্ট বোলার আর দুজন পার্টটাইম বোলারের সঙ্গে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ এই কৌশলকে অবাস্তব বলছেন, কারণ বুমরাহ আর কুলদীপকে না খেলালে বড় প্রশ্ন থেকেই যাবে, ২০ উইকেট তুলবে কে?

আরও পড়ুন ১৯৬৭ সাল থেকে কাটেনি খরা, বার্মিংহামে একটাও ম্য়াচ জিততে পারেনি ভারত! এবার কি ঘুরবে ভাগ্যের চাকা?

দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ হতে পারে এইরকম-

যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ।

Indian Cricket Team India vs England