/indian-express-bangla/media/media_files/2025/06/29/indian-cricket-team-2025-06-29-14-57-10.jpg)
দ্বিতীয় টেস্ট ম্য়াচে জিততে মরিয়া টিম ইন্ডিয়া
India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ এজবাস্টনে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের জন্য টিম ইন্ডিয়া (Team India) ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত ২৮ জুন অর্থাৎ শনিবার ভারতীয় ক্রিকেটাররা এজবাস্টনে ব্যাপক অনুশীলন করলেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) এল সেই কাঙ্খিত সুখবর। জানা গিয়েছে, দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) হয়ত খেলতে পারবেন। কারণ, টিম ইন্ডিয়ার নেটে তিনিও যথেষ্ট গা ঘামালেন। অনুশীলন চলাকালীন বুমরাহকে বল করতে দেখে সমর্থকরা আশা করছেন, এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে হয়ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বুমরাহকে দেখতে পাওয়া যাবে।
লিডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন বুমরাহ
চলতি সিরিজের প্রথম টেস্ট ম্য়াচ শেষ হতে না হতেই শোনা যাচ্ছিল, দ্বিতীয় টেস্ট ম্য়াচে হয়ত বুমরাহকে খেলানো হবে না। বিশ্রাম দেওয়া হবে। কিন্তু, এবার বলা হচ্ছে যে বুমরাহকে আদৌ খেলানো হবে কি না, তা নিয়ে ম্যাচের আগের দিনই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, লিডস টেস্টে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করেছিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে তিনি একাই ৫ উইকেট শিকার করেন। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি কোনও উইকেট শিকার করতে পারেননি। এবার এজবাস্টন টেস্টে খেলতে নামেন কি না, সেটাই আপাতত দেখার।
শনিবার আয়োজিত প্র্যাকটিস সেশনে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল এবং ঋষভ পন্থ বাদে সকলেই অংশগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, এই চারজন ব্যাটারই লিডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে শতরান করেছিলেন। আগামী সোমবার ভারতের পরবর্তী প্র্যাকটিস সেশন আয়োজন করা হবে। আগামীকাল বুমরাহ অনুশীলন করতে নামেন কি না, সেটাই আপাতত দেখার।
বুমরাহের জায়গায় কে পাবেন সুযোগ?
দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট শিবিরে সবথেকে বড় প্রশ্ন আপাতত একটাই। কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? যদি এজবাস্টন টেস্টে জসপ্রীত বুমরাহ না খেলেন, সেক্ষেত্রে তাঁর জায়গায় আকাশ দীপ কিংবা আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে। অনেকে আবার মনে করছেন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরতে পারেন কুলদীপ যাদব। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে শুভমান গিল তাঁর প্লেয়িং ইলেভেন কতটা পরিবর্তন করেন, সেটা সময়ই বলবে।