India has defeated Bangladesh: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে টানা ৪র্থ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। কুয়ালালামপুরে, রবিবার চলতি বিশ্বকাপের সুপার সিক্সে এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আইসিসি মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আধিপত্য বজায় রাখল। এই বিশাল জয়ে অনবদ্য অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার বৈষ্ণবী শর্মা। তিনি ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। যার ফলে বাংলাদেশ ২০ ওভারে মাত্র ৬৪ রানে আটকে যায়। যা চলতি টুর্নামেন্টে বাংলাদেশের সর্বনিম্ন রান। অবশ্য, এটাই টুর্নামেন্টের সর্বনিম্ন রান নয়। কারণ, এর আগে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং মালয়েশিয়াকে ৫০ রানের নীচে অলআউট করেছে।
যাইহোক, রবিবার বাংলাদেশের রান তাড়া করে ভারত দুর্দান্ত শুরু করে। ফর্মে থাকা ত্রিশা গোঙ্গাদি মাত্র ৩১ বলে ৪০ রান করেন। তিনি ৮টি চারের সাহায্যে এই রান করেন। তাঁর আক্রমণাত্মক মনোভাব বাংলাদেশের বোলিং আক্রমণকে প্রচণ্ড চাপে ফেলে দেয়। পাওয়ারপ্লেতে ত্রিশা যখন আউট হন, তখন জয় নিশ্চিত করার জন্য ভারতের আর মাত্র ৫ রানের দরকার ছিল। সানিকা চালকে ও অধিনায়ক নিকি প্রসাদ মাত্র ৭.১ ওভারে ভারতের জয় নিশ্চিত করেন।
ভারতীয় বোলাররা, ধারাবাহিকভাবে চাপের মধ্যেও ভালো খেলেছেন। তাঁরা এখনও পর্যন্ত খেলা চলতি টুর্নামেন্টের সব ম্যাচে প্রতিপক্ষকে ১০০ রানের নীচে আটকে রেখেছেন। ব্যাট করতে নামার পর বাংলাদেশ আক্রমণাত্মকভাবে শুরু করলেও তাদের মনোভাবে সেই আক্রমণের প্রতিফলন পড়েনি। প্রথম ৪ ওভারের মধ্যেই বাংলাদেশ দ্রুত ৩টি উইকেট হারিয়ে ফেলে। তারা তাদের স্কোর পৌঁছে যায় ৯ রানে ৩ উইকেট। পাওয়ারপ্লের শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬ রানে ৩ উইকেট।
ভারতীয় পেসার ভিজে জোশিথা ও শবনম শাকিল পরিস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করেন। তাঁরা বাংলাদেশের ব্যাটসম্যানদের দাবিয়ে রাখেন। এরপর ভারতীয় স্পিনাররা দায়িত্ব নেন এবং খেলার ওপর টিম ইন্ডিয়ার দখল পোক্ত করেন। মিডল অর্ডার ভেঙে ফেলার ক্ষেত্রে বৈষ্ণবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৬ষ্ঠ উইকেটে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার ও জান্নাতুল মাউয়ার ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি বৈষ্ণবী ভেঙে দেন। যার ফলে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৫৩ থেকে ৯ উইকেটে ৬৪-তে পৌঁছে যায়।
আরও পড়ুন- আউট করেও ফেরানো হল ব্যাটারকে, বিতর্কে নিকোলাস পুরান! গনগনে ভিডিওয় ঝড় ILt20-তে
গোঙ্গাদিও দুর্দান্ত লেগ-স্পিন করেন। যার ফলে, বাংলাদেশি ব্যাটসম্যানদের যাবতীয় সম্ভাবনা নষ্ট হয়ে যায়। তার মধ্যেই বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া ২৯ বলে ২১ রান করেন। জান্নাতুল মাউয়া ২০ বলে করেন ১৪ রান। ভারতের বোলারদের অবিরাম চাপের মুখে এই দুই বাংলাদেশি ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছন। উইকেটের মধ্যে দুর্বল দৌড় এবং ঘন ঘন আউটের জন্য বাংলাদেশের ইনিংস ক্ষতিগ্রস্ত হয়। এই সত্ত্বেও বাংলাদেশ ২০ ওভার খেলতে সক্ষম হয়। মঙ্গলবার তাদের সুপার সিক্সের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধেও ভারত এই জয়ের ধারা বজায় রাখার চেষ্টা চালাবে।