Advertisment

Nicholas Pooran in ILT20: আউট করেও ফেরানো হল ব্যাটারকে, বিতর্কে নিকোলাস পুরান! গনগনে ভিডিওয় ঝড় ILt20-তে

Tom Curran was run out: আম্পায়ার বল ডেড ঘোষণার আগেই টম কুরান ক্রিজ ছেড়ে চলে যান। যার ফলে তিনি রান আউট হয়ে যান। গাল্ফ জায়ান্টস কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের হস্তক্ষেপ করার পর নিকোলাস পুরান কুরানকে ফিরিয়ে আনেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Nicholas Pooran: আইএলটি২০-তে নিকোলাস পুরান এই ঘটনার পরই রান আউটের আবেদন করেন

Nicholas Pooran: আইএলটি২০-তে নিকোলাস পুরান এই ঘটনার পরই রান আউটের আবেদন করেন। (ছবি- স্ক্রিনগ্র্যাব)

Nicholas Pooran in ILT20: Nicholas Pooran in ILT20: এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ILT20-তে রান-আউটের আবেদন প্রত্যাহার করলেন নিকোলাস পুরান। আম্পায়ার বল 'ডেড' ঘোষণা করার আগেই টম কুরান ক্রিজ ছেড়ে চলে যাওয়ায় রান আউট হয়ে যান। গাল্ফ জায়ান্টস কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের হস্তক্ষেপে ব্যাটার কুরানকে ফিরিয়ে নেন MI এমিরেটস অধিনায়ক নিকোলাস পুরান। 

Advertisment

আলজারি জোসেফের করা ১৮তম ওভারের শেষ বলে, কুরান বলটি লং অফে মেরেছিলেন। কাইরন পোলার্ড বল তুলে উইকেটরক্ষক নিকোলাস পুরানকে ছুড়ে মারেন। বলটি পুরান পর্যন্ত পৌঁছনোর আগেই, কুরান ওভার শেষ না-হওয়ার পূর্বে স্ট্রাইকিং এন্ডের দাগের বাইরে বেরিয়ে যান। এরপরই পুরান বল উইকেটে লাগিয়ে বেইল খুলে রান আউটের আবেদন জানান।

তৃতীয় আম্পায়ার প্রথমে কুরানকে আউট দেন। কিন্তু, এতে ক্ষুব্ধ হন গাল্ফ জায়ান্টস কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি কুরানকে ক্রিজে থাকার নির্দেশ দেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর, কুরানকে শেষ পর্যন্ত ক্রিজে ফেরত নেওয়া হয়। যা দেখে ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স অন এয়ারে বলেন, 'আমি মনে করি পুরানকে আউট দেওয়াই ঠিক। ও ঠিকই আবেদন করেছিল।' 

ওয়াসিম আক্রমও একই কথা জানিয়ে কুরানের ক্রিজ ছেড়ে যাওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, 'হ্যাঁ, ও ক্রিজের বাইরে বেরিয়ে গিয়েছিল। ও কী করছিল? ও ভাবছিল, বল থেমে গেছে!' ম্যাচের তখন সংকটজনক পরিস্থিতি। জায়ান্টদের ১৩ বলে ১৮ রানের প্রয়োজন ছিল। হাতে ৪ উইকেট। জায়ান্টরা শেষ পর্যন্ত ২০তম ওভারের শেষ বলে ২ উইকেটে ম্যাচ জিতে নেয়।

Advertisment

পুরান পরে ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় কুরানকে ফেরত ডাকার সিদ্ধান্তকে সমর্থন করেন। তিনি বলেন, 'আইন অনুসারে, ও আউট ছিল। ব্যাটসম্যান ভেবেছিল ওভার শেষ। কিন্তু, আমার তা মনে হয়নি। সেই জন্যই আমি আবেদন করেছিলাম।' 

আরও পড়ুন- কোহলির পজিশনেই ব্যাটিং করতে চান, মুখ খুলে বড় মন্তব্য তিলকের

সংক্ষিপ্ত স্কোর
এমআই এমিরেটস: ২০ ওভারে ১৫১/৬ (টম ব্যান্টন ৫৬, কাইরন পোলার্ড ৩৪; ড্যানিয়েল ওয়ারাল ২/১৯, মার্ক অ্যাডায়ার ১/২৪, ব্লেসিং মুজারাবানি ১/১৬)
গাল্ফ জায়ান্টস: ২০ ওভারে ১৫২/৮ (গেরহার্ড ইরাসমাস ৩৭, টম আলসপ ৩২, টম কুরান ১৬; ফজলহক ফারুকি ৩/৩৪, মুহাম্মদ রোহিদ খান ২/১৫)

cricket Cricket News T20 Nicholas Pooran Tom Curran
Advertisment