Advertisment

India vs West Indies, 2nd ODI Preview: পুরো ম্য়াচের প্রত্য়াশায় ভারত, নজরে মিডল অর্ডার

India vs West Indies, 2nd ODI Preview: তিন ম্য়াচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়েশ করেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজে নেমেছিল ভারত। কিন্তু বাধ সাধে বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs West Indies, 2nd ODI Preview: India Hope For Full Game As They Face West Indies In Port Of Spain

India vs West Indies, 2nd ODI Preview: পুরো ম্য়াচের প্রত্য়াশায় ভারত, নজরে মিডল অর্ডার

India vs West Indies, 2nd ODI Preview: তিন ম্য়াচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়েশ করেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজে নেমেছিল ভারত। কিন্তু বাধ সাধে বৃষ্টি। গত বৃহস্পতিবার গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্য়াচটাই বৃষ্টিতে পরিত্য়ক্ত হয়ে যায়।

ওদিন বৃষ্টির জন্য় ম্য়াচের শুরু অনেকটা পরেই হয়েছিল। বিলম্বিত শুরুর পরেও বৃষ্টির জন্য় খেলা বন্ধ হয় মাঝপথে। ঠিক হয় ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে ম্য়াচ করা হবে। এরপর আবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ম্য়াচ রেফারির সিদ্ধান্ত নেন যে, খেলা হবে ৩৪ ওভারের। কিন্তু ১৩ ওভারের পরেই বৃষ্টির জন্য় সরকারি ভাবে ম্য়াচ বাতিল ঘোষণা করা হয়। এই ম্য়াচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি।  ক্য়ারিবিয়ানরা ১৩ ওভার ব্য়াট করে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল স্কোরবোর্ডে।

আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে

আগামিকাল, রবিবার ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে ভারত-উইন্ডিজ চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্য়াচ অনুষ্ঠিত হতে চলেছে। দু'দলই চাইছে একটা বৃষ্টিহীন ম্য়াচ। প্রথম ওয়ানডে ম্য়াচে ভারতের বোলাররা নিজেদের ছাপ রেখেছিলেন। ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামিরা দুরন্ত বল করেছিলেন। কিন্তু কুলদীপ যাদব এসেই ক্রিস গেইলকে ফেরান।

আরও পড়ুন: ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে কোহলির ব্য়াটে ভাঙতে পারে এই তিনটি রেকর্ড

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতের এটা প্রথম ওয়ান-ডে সিরিজ। চোট সারিয়ে দলে ফিরেছেন শিখর ধাওয়ান। রোহিত-শিখর আর বিরাটের টপ অর্ডারের দিকে ফের একবার চোখ থাকবে। পাশাপাশি ভারতের মিডল অর্ডারের দিকেও চোখ থাকবে। সদ্য়সমাপ্ত টি-২০ সিরিজে মণীশ পাণ্ডে ও শ্রেয়স আয়ারকে দলে রেখেছিলেন নির্বাচকরা। মণীশ তিন ম্য়াচেই সুযোগ পেয়েছেন। কিন্তু ছাপ রাখতে পারেননি। করেছেন মাত্র ২৭ রান। অন্য়দিকে ব্রাত্য়ই থেকে গিয়েছেন শ্রেয়াস। গত ওয়ানডে ম্য়াচে শ্রেয়াস দলে ছিলেন। কিন্তু ভাগ্য়ের পরিহাসে তাঁর মাঠে নামা হয়নি।

আরও পড়ুন: ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে চারে ঋষভ পন্থ না কেএল রাহুল?

প্রায় শেষ একবছরেও বেশি সময় ধরে ভারতকে ভোগাচ্ছে একটাই ইস্যু। টপ অর্ডার ফিরে যাওযার পর চারে কে ব্য়াট করবে? বিশ্বকাপেও এর কোনও উত্তর পায়নি টিম ইন্ডিয়া। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ডুবতে হয়েছে সঞ্জয় বাঙ্গারের মেন্টরশিপে থাকা ভারতের ব্য়াটিং ইউনিট। এখন দেখার ঋষভ পন্থ আর কেএল রাহুলের মধ্য়ে ভারত আগামিকাল কাকে চারে নামায়! প্রথম ওয়ানডে ম্য়াচে শামি তিন ওভার বল করে মাত্র পাঁচ রান দিয়েছিলেন। কিন্তু তরুণ খালিল আহমেদ তিন ওভার বল করে ২৭ রান হজম করেন। এখন দেখার খালিলের বদলে নবদীপ সাইনিকে ভারত খেলায় কি না!

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, কেমার রোচ, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার (ক্য়াপ্টেন), এভিন লুইস, শেলডন কটরেল, নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, শিমরন হেটমায়ার, শে হোপ, রস্টন চেজ, জন ক্য়াম্পবেল, কেমো পল ও ওশেন থমাস।

Advertisment
ভারত: রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি (ক্য়াপ্টেন), শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, খালিল আহমেদ, মণীশ পাণ্ডে, যুজবেন্দ্র চাহাল, কেএল রাহুল এবং নবদীপ সাইনি।
West Indies India
Advertisment