সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমার্জিং টিমস কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৩ রানে হেরে ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গেল ভারতের। বুধবার ঢাকায় দুই পড়শি দেশ মুখোমুখি হয়েছিল। সেখানেই ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।
প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৭ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪-র বেশি তুলতে পারেনি। পাকিস্তানি ওপেনার ওমর ইউসুফ (৯৭ বলে ৬৬) এবং হায়দার আলি (৬০ বলে ৪৩) ওপেনিং জুটিতে ৯০ রানের পার্টনারশিপ গড়ে দিয়েছিলেন। তারপরে পাকিস্তানের মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। সঈদ বদর (৪৮ বলে অপরাজিত ৪৭), অধিনায়ক রোহিল নাজির (৩৫), এবং ইমরান রফিক (২৮) ব্যাট হাতে পাকিস্তানকে আড়াইশো পার করে দেন।
Pakistan beat India in Semi Final of Emerging Asia Cup!!
Pakistan: 2️⃣6️⃣7️⃣/7 (50)
66 Omair Bin Yousaf
47* Saif Badar
43 Haider Ali
2/53 Shivam MaviIndia: 2️⃣6️⃣4️⃣/8 (50)
47 BR Sharath
2/57 Saif Badar
2/61 Muhammad Hasnain#ETAC2019 pic.twitter.com/tIqv6sym9E— Grassroots Cricket (@Grassrootsckt) November 20, 2019
আরও পড়ুন এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে
ভারতের বোলারদের মধ্যে বল হাতে সফল শিবম মাভি, অফস্পিনার হৃতিক শোখেন এবং সৌরভ দুবে। তিনজনেই দুটো করে উইকেট দখল করেন।
এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত। অধিনায়ক রবি শরথ (৪৩ বলে ৪৭) ও আরিয়ান জুয়াল ওপেনিং জুটিতে ৩৮ বলে ৪৩ তুলে দিয়েছিলেন। আরিয়ান ১৭ রান করে আউট হয়ে যাওয়ার পরে রবি শরথ তিন নম্বরে নামা সনভীর সিংহের সঙ্গে ফিফটি প্লাস পার্টনারশিপ গড়ে যান। সনভীর ৯০ বলে ৭৬ করে আউট হয়ে যাওয়ার পরে প্যাভিলিয়নে ফেরেন রবি শরথও। ধাক্কা খায় ভারতের রান চেজ।
Congratulations Pakistan???? Pakistan have knocked India out in Semi Final of Asian Emerging Teams Cup 2019. Ammad Butt the defended 8 runs in last over.???? Bss aik jeet or Boys ???????????? #INDvPAK #EmergingAsiaCup pic.twitter.com/lriwVx67p6
— Rafayyy (@SeedhaSaBanda) November 20, 2019
আরও পড়ুন টিনএজার নাসিম তুরুপের তাস পাকিস্তানের
তারপরে আরমান জাফর (৫৩ বলে ৪৬) ও যশ রাঠৌর (১৩) পরপর ফিরে যাওয়ার পরে ভারত ৩৮.১ ওভারে ২১১ তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপরে পাঁচ উইকেট হাতে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে জেতা ম্যাচ হেরে বসে। চিন্ময় সুতার (অপরাজিত ২৮) ক্রিজে ছিলেন। শেষ ওভারে জয়ের জন্য় ভারতের দরকার ছিল ৭ রান। তবে ডানহাতি পেসার আমাদ বাটের ওভারে ৪ রানের বেশি তুলতে পারেনি ভারত। ইন্ডিয়ার ইনিংস থমকে যায় ২৬৪-এ।
Read the full article in ENGLISH