Advertisment

এশিয়ান কাপে ইতিহাস ভারতের, সুনীল টপকালেন মেসিকে

এদিন বিপক্ষকে দাঁড়াতে দেননি সুনীলরা। খেলার বয়স যখন ২৭ মিনিট, তখনই ভারতের হয়ে প্রথম গোল করেন ক্যাপ্টেন স্বয়ং। ৫৫ বছর পর এল ভারতের জয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবিবাসরীয় রাতে মরুদেশে ওঠা নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল থাইল্যান্ড। সাক্ষী থাকল সংযুক্ত আরব আমিরশাহি। সৌজন্যে ফুটবলের শো-পিস ইভেন্ট, এএফসি এশিয়ান কাপ।

Advertisment

এদিন এই টুর্নামেন্টে ইতিহাস লিখলেন সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি। থাইল্যান্ডকে ৪-১ গোলে গুঁড়িয়ে এশিয়ান কাপে ভারতকে সবচেয়ে বড় জয় উপহার দিলেন স্টিফেন কোনস্ট্যান্টাইন। ৫৫ বছর পর এল ভারতের জয়। ভারত যদি পরের দু'টি ম্যাচ ড্র করে, তাহলেও তারা পৌঁছে যাবে নকআউট পর্যায়।

আরো পড়ুন: সুনীলদের জন্য গলা ফাটাচ্ছেন কুলদীপ

এদিন বিপক্ষকে দাঁড়াতে দেননি সুনীলরা। খেলার বয়স যখন ২৭ মিনিট, তখনই ভারতের হয়ে প্রথম গোল করেন ক্যাপ্টেন স্বয়ং। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। আর এই গোলের সঙ্গেই তিনি টপকে যান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে। দেশের জার্সিতে মেসির রয়েছে ৬৫ টি গোল। সুনীল করে ফেললেন তাঁর ৬৬ নম্বর গোল।

এই মুহূর্তে সক্রিয় ফুটবলারদের মধ্যে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন পর্তুগালের ইউরো কাপ জয়ী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৮৫ টি গোল রয়েছে তাঁর। এরপরেই সুনীল, তিনে মেসি। যদিও সুনীলের গোলের ছ'মিনিটের মধ্যে থাইল্যান্ডের ক্যাপ্টেন টেরাসিল ডানগোয়া ফ্রি-কিকে দুরন্ত গোল করে দলকে সমতায় ফেরান। বিরতিতে খেলার ফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে মাঠে আগুন ঝলসান সুনীলরা। ৪৬ মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোল করে নিজের গোলসংখ্যা নিয়ে যান ৬৭-তে। ম্যাচের ৬৮ মিনিটে দলের তরুণ তুর্কী অনিরুদ্ধ থাপা স্কোরলাইন ৩-১ করেন। এরপর থাইল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় ৮০ মিনিটে জেজে লালপেখলুয়ার গোল।

Football Sunil Chhetri
Advertisment