টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ সম্পন্ন। এবার ওডিআইয়ের তাজ দখলের পালা কোহলি ব্রিগেডের। ২৪ ঘণ্টা আগেই গায়ানাতে কুড়ি কুড়ির খেলায় ক্যারিবিয়ানদের ৩-০ বধ সম্পন্ন করেছে টিম ইন্ডিয়া। এবার মিশন ওয়ান ডে। যা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। টি টোয়েন্টি সিরিজ থেকে ভারতের প্রাপ্তি অনেকটাই। নভদীপ সাইনি অভিষেকেই নজর কেড়েছেন। পাশাপাশি তৃতীয় টি টোয়েন্টিতে খেলতে নেমে দীপক চাহার নিজের প্রতিভার সুবিচার করেছেন। রোহিতের দুরন্ত ব্যাটিং, পরপর দু-ম্যাচে ব্যর্থ হওয়ার পরে ঋষভ পন্থের শেষ ম্যাচে জ্বলে ওঠা, ক্রুনাল পাণ্ডিয়ার উইকেট দখল করার ক্ষমতা- ভারতের প্লাস পয়েন্ট।
ওডিআইতে খেলতে নামার আগে চোখ বোলানো যাক সূচিতে। গায়ানাতে বৃহস্পতিবার ৮ তারিখে প্রথম ওয়ান ডে খেলার পরে ভারত চলতি মাসের ১১ ও ১৪ তারিখে পরের দুটি ওয়ান ডে খেলবে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোয়। এরপর টানা একসপ্তাহের বিশ্রাম। ২২ তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যান্টিগুয়াতে। প্রথম টেস্টের পরে তিনদিনের বিরতি। ৩০ তারিখ থেকে ফের দ্বিতীয় টেস্ট জামাইকাতে।
আরও পড়ুন দলীপে ব্রাত্য, পূর্বাঞ্চলের নির্বাচক দেবাং গান্ধীকে একহাত নিলেন মনোজ তিওয়ারি
সুষমার প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল, টুইট করলেন কোহলি থেকে গম্ভীর
তিনটে ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি
দুই টেস্টের স্কোয়াড: বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব