/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Screenshot-2021-07-11T192708.305_copy_1200x676.png)
ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন এবার এক বঙ্গসন্তান। জুনিয়র উইম্বলডনের ফাইনালে ১৭ বছরের সমীর বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিলেন ভিক্টর লিলোভকে। ১ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৩।
ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা সমীর এর আগে জুনিয়র ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। সবমিলিয়ে গ্র্যান্ড স্লামের জগতে এটাই সমীরের দ্বিতীয় উপস্থিতি। ইউকি ভামব্রির পর জুনিয়র পর্যায়ে সেভাবে ভারতে টেনিস তারকা উঠে আসেনি। জাতীয় টেনিস সংস্থা ঘরোয়া টেনিসের পরিকাঠামো ঢেলে বদলানোর চিন্তাভাবনাও শুরু করেছে। এর মধ্যেও স্বস্তি দিয়ে সমীরের উইম্বলডন জয়।
গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেও নিউ জার্সির বাসকিং রিজের বাসিন্দা সমীর আপাতত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরেই কলেজে অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ডিগ্রি অর্জন করতে ব্যস্ত হয়ে পড়বেন।
"I really just wanted to win a round."
American Samir Banerjee, who defeats compatriot Victor Lilov 7-5, 6-3 to win the Boys' Singles title. pic.twitter.com/bMayivLVL0— TennisNow (@Tennis_Now) July 11, 2021
সমীরের পিতা কুনাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, "প্রথাগত ভারতীয় হিসাবেই চাইব ও লেখাপড়াটা মন দিয়ে করুক। ছাত্র হিসেবেও ও খুব ভালো। পুঁথিগত শিক্ষার সঙ্গেই টেনিস চালিয়ে যাক ও। মার্কিন প্রদেশে একাধিক কলেজ রয়েছে যেখানে পড়াশুনা করার সঙ্গেই টেনিসে ভালো তালিম দেওয়া হয়। আইভি লিগ কলেজের মধ্যে কলম্বিয়াই টেনিসে সেরা।"
রজার ফেডেরার, গেল মফিস, স্টেফান এডবার্গের মত মহাতারকারা উইম্বলডন জুনিয়র খেতাব জিতেছেন আগে।
আরো পড়ুন: মারাত্মক অবস্থাতেও ফাইনালে খেলেছেন মেসি! ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আসতেই হৈচৈ শুরু
Remember the name - Samir Banerjee 🇺🇸
The American wins his first junior Grand Slam singles title by beating Victor Lilov in the boys' singles final#Wimbledonpic.twitter.com/Xc3ueczg5m— Wimbledon (@Wimbledon) July 11, 2021
শেষবার ভারতের হয়ে জুনিয়র পর্যায়ে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ইউকি ভামব্রি (২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন)। তার আগে দেশকে গ্র্যান্ড স্লামের মঞ্চে গর্বিত করেছিলেন লিয়েন্ডার পেজ (১৯৯০ উইম্বলডন, ইউএস ওপেন ১৯৯১)। রমেশ কৃষ্ণান (১৯৭৯-এ ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলন্ডন) এবং রমানাথন কৃষ্ণানও (১৯৫৪ উইম্বলডন) জুনিয়র পর্যায়ে গ্র্যান্ড স্লাম জিতেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us