PSL 2025 Postponed: শেষপর্যন্ত পিছু হটল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে সংঘাতের ধাক্কা সামলাতে না পেরে শেষপর্যন্ত ২০২৫ পিএসএল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত আটটা ম্য়াচ বাকি রয়েছে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও ২০২৫ আইপিএল টুর্নামেন্ট (IPL 2025) স্থগিত করেছে। তবে সেটা মাত্র এক সপ্তাহের জন্য। কিন্তু, পাকিস্তান ক্রিকেট লিগ ফের কবে শুরু হবে, সেই ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।
একটি বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) জানিয়েছে, 'ভারতের বেলাগাম আগ্রাসন ক্রমশ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর সেকারণে দেশের প্রধানমন্ত্রী মিঞাঁ মহম্মদ শাহবাজ শরিফের নির্দেশে এই টুর্নামেন্ট আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। '
Advertisment
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা
সঙ্গে পিসিবি'র ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় LoC সীমান্তে পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে। ভারতের তরফ থেকে একের পর এক মিসাইল হামলা চালানো হয়েছে। ৭৮ ড্রোন পাকিস্তানের সীমানা অতিক্রম করে ঢুকেছে।'
ইতিপূর্বে পিসিবি জানিয়েছিল, যে আটটি ম্য়াচ রাওয়ালপিন্ডি, মুলতান এবং লাহোরে আয়োজন হওয়ার কথা ছিল, সেগুলো সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হবে। কিন্তু, আরব আমিরশাহী ইতিমধ্যে হাত তুলে নিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট আপাতত বন্ধ করা ছাড়া পাকিস্তানের সামনে আর কোনও রাস্তাই খোলা রইল না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সন্ত্রাসবাদী হামলা (Pahalgam Terror Attack) চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এমনকী, এরমধ্যে একজন নেপালের নাগরিকও ছিলেন। এই ঘটনার পরই পালটা হামলা চালায় ভারত। পাকিস্তানের উপর চালানো হয় 'অপারেশন সিন্দুর'। তারপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত লেগেই রয়েছে।