/indian-express-bangla/media/media_files/2025/05/07/4SBUlouvLR8zGEs7cgax.jpg)
অপারেশন সিন্দুরের প্রভাব পাকিস্তান সুপার লিগে?
PSL 2025 News: বুধবার অর্থাৎ ৭ মে পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিন্দুর-এর (Operation Sindoor impact PSL) পর একাধিক খবর শুনতে পাওয়া যাচ্ছে। তারমধ্যে একটি হল ২০২৫ পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League cancellation) নাকি বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকী, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে চলে যেতে। যদিও পিসিবি জানিয়েছে যে তারা এমন কোনও নির্দেশিকা জারি করেনি। পাকিস্তান সুপার লিগ যেমন চলছে, তেমনই চলবে।
Eden Gardens Bomb Threat: 'বোমা মেরে উড়িয়ে দেব...', ভরা ইডেনে এল চাঞ্চল্যকর হুমকি
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB statement on PSL) পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সন্ত্রাসবাদী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু, সেই কারণে পাকিস্তান সুপার লিগ বন্ধ করা হবে না। এমনকী, বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান ছেড়ে যাওয়ার অনুরোধও করা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্কে চিড় ধরলেও, এখনও পর্যন্ত কোনও বিদেশি ক্রিকেটারকে PSL ছেড়ে দেশে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়নি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এবারের পাকিস্তান সুপার লিগে মোট ৬ ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। এরমধ্যে কমপক্ষে তিনটে ফ্র্যাঞ্চাইজির মিডিয়া ম্য়ানেজার জানিয়েছেন যে কোনও বিদেশি ক্রিকেটারকে এই টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়নি। এই লিগের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছেই ৫-৬ বিদেশি ক্রিকেটার রয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স ম্য়াচের আয়োজন করা হবে। উল্লেখ্য, এই ঘটনার পর বেশ কয়েকজন সমর্থক ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসের জন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে টুইট করতে শুরু করেন। আপাতত এই দুই ক্রিকেটার পাকিস্তান সুপার লিগ খেলছেন।
Operation Sindoor Updates: IPL-য়ে পড়ল অপারেশন সিন্দুরের প্রভাব, মোদী সরকারের পাশে দাঁড়াল BCCI
মঙ্গলবার গভীর রাতে (৭ মে) ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটির উপর এয়ার স্ট্রাইক করে। এই ঘটনায় বহাবলপুরে জইশ-ই-মহম্মদ এবং মুরিদকে অঞ্চলে লস্কর-ই-তইবার বেশ কয়েকটি ঘাঁটি খতম করে দেওয়া হয়। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল, তার বদলা নিতেই 'অপারেশন সিন্দুর' আয়োজন করা হয়। পহেলগাঁও জঙ্গি হানায় মোট ২৬ জন নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন।