Advertisment

IND vs BAN: আঘাত পেলেন বাংলাদেশের ব্য়াটসম্য়ান, কোহলির ডাকে ছুটে এলেন ভারতের ফিজিও

ইডেন গার্ডেন্সে আগুনে বোলিং করেছেন ভারতীয় পেসাররা। তার পরিণামে গোলাপি বলের ঐতিহাসিক টেস্টের প্রথম দিনই দেখেছে জোড়া কনকাশন। এই ঘটনার পরেই দেখা গিয়েছে আয়োজক দেশ ভারতের 'স্পিরিট অফ ক্রিকেট'।

author-image
IE Bangla Web Desk
New Update
india physio attends to Bangladesh batsman hit on helmet

আঘাত পেলেন বাংলাদেশের ব্য়াটসম্য়ান, কোহলির ডাকে ছুটে এলেন ভারতের ফিজিও

ইডেন গার্ডেন্সে আগুনে বোলিং করেছেন ভারতীয় পেসাররা। তার পরিণামে গোলাপি বলের ঐতিহাসিক টেস্টের প্রথম দিনই দেখেছে জোড়া কনকাশন। এই ঘটনার পরেই দেখা গিয়েছে আয়োজক দেশ ভারতের 'স্পিরিট অফ ক্রিকেট'। যা মন কেড়ে নিয়েছে ক্রিকেট ফ্য়ানেদের।

Advertisment

শুক্রবার লিটন দাস ও নঈম হাসান মাথায় চোট পেয়ে ছিটকে গেলেন চলতি টেস্ট থেকে। লিটনের পরিবর্তে মেহদি হাসান মিরাজ ও নঈমের বদলে খেলছেন স্পিনার তাইজুল হোসেন।

বাংলাদেশের ইনিংসের ২২ নম্বর ওভারের ঘটনা। শামির বল ছোবল মারে নঈমের হেলমেটে। সঙ্গে সঙ্গে ভারতীয় খেলােয়াড়রা দুশ্চিন্তায় ছুটে আসেন নঈমের কাছে। এমনকী নঈমের হেলমেটে লাগা বল সরাসরি স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে আসার পরেও আউটের আবেদন জানাননি কেউ।

আরও পড়ুন-IND vs BAN: পূজারাকে ফিরিয়ে স্য়ালুট ইবাদতের, কোহলির শটে দিলেন তালি, রইল ভিডিও

আরও পড়ুন-IND vs BAN: ইডেন টেস্টে জোড়া কনকাশন সাব বাংলাদেশের

আরও পড়ুন-IND vs BAN: ক্রিকেটের স্বর্গোদ্য়ানে বিশ্বরেকর্ড কোহলির, ভারতীয় হিসাবেও প্রথম

ভারত অধিনায়ক আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গে কথা বলার পরেই ডেকে নেন টিম ইন্ডিয়ার ফিজিও নিতীন প্য়াটেলকে। নিতীন ছুটে এসে কনকাশন পরীক্ষা করে দেখেন নঈমের। তিনি বুড়ো আঙুল ওপরে তুলেই দেখিয়ে দেন যে, তিনি ঠিক আছে। প্যাটেল তাঁর পিঠ চাপড়ে দিয়ে চলে যান ও নঈমও তাঁকে হাসি মুখে ধন্য়বাদ জানান। এই ঘটনার ভিডিও বিসিসিআই টুইট করেছে। সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

Virat Kohli Bangladesh India
Advertisment