India vs England T20I Series: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চলেছে ইংল্যান্ড। আর, সেই দলে ফিরছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ। ওপেন করতে পারেন অভিষেক। এমাসেই ভারতে আসছে ইংল্যান্ড। ভারতের মাটিতেই ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলা হবে। এখন সেই দল তৈরি নিয়ে চলছে নানা কাটাছেঁড়া।
এর আগে রবিবারই ভারত-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফির ওই টেস্ট সিরিজে ভারত অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে। ৫ ম্যাচের টি২০ সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত একদিনের ম্যাচের সিরিজ খেলবে। ৫০ ওভারের ওই সিরিজে ৩টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে টি২০ সিরিজে ভারতীয় দল পূর্ণ শক্তি নিয়ে নামতে চলেছে।
এই দলে ফিরছেন বহু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভারত শেষ টি২০ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ওই সিরিজে ভারতীয় দলের বহু গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলেননি। কারণ, তাঁর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে চলে গিয়েছিলেন। কিন্তু, সেই টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টেস্ট দল থেকে টি২০ দলে ফিরছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ফেরায় টি২০ দল থেকে বাদ পড়তে পারেন অভিষেক শর্মা, তিলক বর্মা, জিতেশ শর্মা, রুতুরাজ গায়কোয়াড়দের মত খেলোয়াড়রা। এই সব খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন। যশস্বী আর গিল দলে ফিরলে তাঁরাই ওপেন করবেন। যার ফলে ওপেনার অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন, এমন সম্ভাবনা কম। তবে, ইংল্যান্ড সিরিজে পন্থ দলে ফিরলেও ভারতীয় দলে থাকতে পারেন সঞ্জু স্যামসন। কারণ, সঞ্জু দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজে ৪ ম্যাচের মধ্যে ২টিতে সেঞ্চুরি করেছিলেন।
দলে ফিরতে পারেন বুমরা ও সিরাজ। টি২০ সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং রাও। পেসার হিসেবে থাকতে পারেন অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আবেশ খান। স্পিনার হিসেবে দলে ঢুকতে পারেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী। স্পিনার কাম অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন অক্ষর প্যাটেল। যদিও, বুমরা অস্ট্রেলিয়া সিরিজের ৫ম ম্যাচে চোট পেয়েছেন, তারপরও তিনি দলে থাকতে পারেন বলেই জানা গিয়েছে। ২২ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজ।
আরও পড়ুন- চোট কতটা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাকে নিয়ে বিরাট চিন্তায় ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের সম্ভাব্য দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষ পন্থ (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।