Advertisment

Bumrah to miss England series: চোট কতটা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাকে নিয়ে বিরাট চিন্তায় ভারত

Bumrah to miss England white-ball series: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচের বেশ কিছুটা সময় চোটের জন্য খেলতে পারেননি ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah, জসপ্রীত বুমরা,

Jasprit Bumrah: জসপ্রীত বুমরা। (ফাইল ছবি)

Bumrah to miss England white-ball series: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে না-ও থাকতে পারেন পেসার জসপ্রীত বুমরা। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে চোট পেয়েছিলেন এই সিমার। তাঁর চোট ঠিক কতটা, তা এখনও প্রকাশ করেনি বিসিসিআই। সংবাদ সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, বুমরার চোটের পরিমাণ এখনও নির্ধারণ করতে পারেনি বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের পঞ্চম টেস্টের শেষ ইনিংসে খেলতে পারেননি ভারতের ফাস্ট বোলার। এই পরিস্থিতিতে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজ খেলবে ভারত। চোটের পরিমাণ নির্ধারণ করতে না পারায় ইংল্যান্ড সিরিজেও বুমরা বাদ পড়তে পারেন বলেই খবর। 

Advertisment

অস্ট্রেলিয়া সফরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচের ২য় দিনে বুমরা চোট পান। তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সিডনিতে অনুশীলন এড়ালেও তিনি পরের দিন সকালে ব্যাটিং করেন। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি। এরপর অস্ট্রেলিয়া ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। বুমরার সতীর্থ প্রসিধ কৃষ্ণা জানান, জসপ্রীত এই সিরিজে ১৫০ ওভারের বেশি বোলিং করেছেন। ৩২ উইকেট নিয়েছেন। তিনি পিঠের খিঁচুনির সমস্যায় ভুগছেন। সফরে অতিরিক্ত বোলিংয়ের চাপেই তাঁর এই দশা হয়ে থাকতে পারে।

সংবাদ সংস্থা খবর, বুমরার পিঠের খিঁচুনির পরিমাণ কতটা, এখনও জানা যায়নি। বুমরাহের ইনজুরি যদি গ্রেড ১ ক্যাটাগরিতে হয়, তাহলে রিটার্ন টু প্লে (RTP) এর আগে পুনর্বাসনের জন্য ন্যূনতম দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। চোট গ্রেড ২ পর্যায়ে থাকলে, পুনরুদ্ধারে ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। গ্রেড ৩ পর্যায়ে থাকলে ন্যূনতম তিন মাসের বিশ্রাম দরকার। সঙ্গে মাঠে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা এবং চিকিৎসকের অধীনে অনুশীলনের প্রয়োজন।

আরও পড়ুন- কবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, সামনে এল তারিখ

Advertisment

আর, এই সব কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মিস করতে পারেন বুমরা। নির্বাচকমণ্ডলী এবং টিম ম্যানেজমেন্ট চায়, বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠুন। আর, সেজন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এই সিরিজ ৬ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে হবে টি২০ সিরিজ। সেখানেও স্বভাবতই রাখা হচ্ছে না ভারতীয় দলের একনম্বর পেসারকে।

cricket Team India Team-India Cricket News England Champions Trophy Jasprit Bumrah BCCI England Cricket Team Indian Cricket Team
Advertisment