নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের লজ্জার হার বললেও কম বলা হবে। যে দলটার বিরুদ্ধে ইতিমধ্যে সিরিজ ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া, তাদের কাছেই চতুর্থ ম্যাচে মুখ থুবড়ে পড়ল নীল জার্সিধারীরা। বৃহস্পতিবার হ্যামিলটনের সেডান পার্কে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে রোহিত শর্মা অ্যান্ড কোং আট উইকেটে ম্যাচ হারল। কিউয়িদের আর হোয়াইটওয়াশ করা হলো না ভারতের। সিরিজের ফল এখন ৩-২।
৯২ রানে অলআউট হয়ে যাওয়া ভারত তাদের ওয়ান-ডে ম্য়াচের ইতিহাসে সপ্তম সর্বনিম্ন স্কোর করল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটা দ্বিতীয় সর্বনিম্ন রান। ২০১০-এ ডামবুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ করেছিল ভারত। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতের এখনও পর্যন্ত সবচেয় কম রানের নজির রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধেই। শারজাতে ৫৪ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এই নিয়ে সপ্তমবার মেন ইন ব্ল্য়ু ওয়ান-ডে ত্রিকেটে ১০০-র গণ্ডী টপকাতে পারল না।
আরও পড়ুন: India vs New Zealand 4th ODI Live Score Updates: সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড
দেখে নেওয়া যাক এর আগে ওয়ান-ডে ফর্ম্যাটে ভারতের প্রথম ১০টি সর্বনিম্ন স্কোরের নজির:
২০০০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শারজায় ৫৪
১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ৬৩
১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানপুরে ৭৮
১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে সিয়ালকোটে ৭৯
২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাম্বুলায় ৮৮
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ৯১
২০০০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ১০০
১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে ১০০
২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় ১০৩
২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে ১০৩
এদিন প্রথমে বল করে নিউজিল্যান্ড ৯২ রানে গুটিয়ে দেয় ভারতকে। ট্রেন্ট বোল্টের পাঁচ উইকেট আর কলিন ডে গ্রান্ডহোমের তিন উইকেটের সৌজন্যে কিউয়িরা ভারতের শিরদাঁড়া ভেঙে দেয়। জবাবে দু'উইকেট খুইয়ে ১৪.৪ ওভারে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩০ রানে ও রস টেলর ৩৭ রানে অপরাজিত থাকেন।