সদ্যপ্রকাশিত আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রাখল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হোয়াইটওয়াশ করে পাকিস্তানের পরে দু’নম্বরেই রইল টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরশাহিতে নিউজিল্যান্ডকে ৩-০ হারিয়ে পাকিস্তানও রয়েছে র্যাঙ্কিংয়ের মগডালে। পাকিস্তান ও ভারত সিরিজ জয়ের সুবাদে আইসিস-র পুরুষদের টি-২০ ক্রমতালিকায় পয়েন্ট পেয়েছে। পাকিস্তান দু’পয়েন্টে পেয়ে ১৩৮-এ। ভারতের ঝুলিতে এসেছে আরও তিন পয়েন্ট। ১২৭ পয়েন্ট তাদের। অন্যদিকে পাঁচে থাকা নিউজিল্যান্ড ও সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১১২ ও ১০২ পয়েন্টে। দু’দলই চার পয়েন্টে পিছিয়েছে।
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব চমকে দিয়েছেন। কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে এসেছেন তিনি। উইন্ডিজের বিরুদ্ধে যাদব প্রথম দু’টি টি-২০ খেলেছেন। ৫.৬-এর ইকনমি রেটে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। ১৪ ধাপ এগিয়ে ২৩ নম্বরে এসেছেন তিনি। ব্যাটসম্য়ানদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের মহম্মদ হাফিজও এগিয়েছেন ভাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩২ রানের গড়ে ১৪৫ স্ট্রাইক রেট রেখেছিলেন তিনি। ১৬ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে এসেছেন এখন। অন্য়দিকে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রোহিত শর্মা তিন ধাপ এগিয়ে এসেছেন সাত নম্বরে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তিন ধাপ উঠে ১২ নম্বর স্থান পেলেন। ভারতের শিখর ধাওয়ান ও নিউজিল্যান্ডের রস টেলর দু’জনেই পাঁচ কদম এগিয়ে যথাক্রমে ১৬ ও ৫৯ নম্বরে এলেন। ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। ১৪ পয়েন্ট পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ রান করেছেন তিনি। দু’নম্বরে থাকা অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের থেকে তাঁর ১৯ পয়েন্টের ফারাক।
আরও পড়ুন: ভিডিও দেখুন: কুলদীপকে ধোনি বললেন, “বল করবি না বোলার বদলাব ?”
পাকিস্তানের ফাহিম আশরফ সাতে এসেছেন। ন’ধাপ এগিয়েছেন তিনি। তাঁর সতীর্থ ইমাদ ওয়াসিম দু’কদম এগিয়ে আটে। ন’ধাপ এগিয়ে ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ১৯ নম্বরে। দেশের আরেক সিমার যসপ্রীত বুমরা পাঁচ ধাপ এগিয়ে এলেন ২১ নম্বরে। উইন্ডিজ ক্যাপ্টেন কার্লোস ব্রাথওয়েট এলেন ২৯ নম্বরে। চার ধাপ এগিয়েছেন তিনি। টিম সাউদি পাঁচ পা এগিয়ে ৩৬ নম্বরে। অ্যাডাম মিলনেও পাঁচ ধাপ এগিয়ে ৪০ নম্বরে এসেছেন। হাফিজ ২০ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে। আফগানিস্তানের রশিদ খান রয়েছেন মগডালেই। তাঁরপরেই পাক বোলার শাহদাব খান। ৪১ পয়েন্ট তাঁর ঝুলিতে।