India superstars in Ranji Trophy: রঞ্জি ট্রফিতে ফিরে শোচনীয়ভাবে ব্যর্থ হলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ। ভারতীয় এই তারকা ব্যাটাররা দুই অঙ্কের রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। তার মধ্যে রোহিত শর্মা ১৯ বলে ৩ রান করে আউট হয়েছেন। যশস্বী জসওয়াল ৮ বলে মাত্র ৫ রান করেছেন। শুভমান গিল আবার ৮ বলে ৪ রান করে আউট হয়েছেন।
প্রায় একদশক পর প্রথম রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমে মুম্বইয়ের বিকেসি ময়দানে মুম্বই বনাম জম্মু-কাশ্মীর এলিট গ্রুপের এ ম্যাচে রোহিতকে সম্পূর্ণ অপ্রস্তুত মনে হয়েছে। একসময় বিশ্বজুড়ে বোলারদের আতঙ্কিত করে তোলা এই ব্যাটসম্যানের মধ্যে অতীতের দুর্দান্ত পারফরম্যান্সের কোনও চিহ্নই দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর জম্মু-কাশ্মীরের পেসার আউকিব নবি ও উমর নাজির রোহিতকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেন।
ম্যাচের প্রথম ওভারে নবির বোলিংয়ে সিঙ্গেল নেন রোহিত। কিন্ত, তারপর থেকে তিনি আটকে যান। নাজিরের বল খেলতেই পারছিলেন না। নাজিরের ভালো লাইন-লেংথের বল টিম ইন্ডিয়ার অধিনায়ককে ক্রমশ ঝামেলায় ফেলছিল। নাজিরের একটি ভালো ডেলিভারি রোহিতের হাতে গিয়ে লাগে। ১০ বছর আগে রঞ্জি ট্রফিতে মুম্বইকে হারানো জম্মু-কাশ্মীর দলের একমাত্র সদস্য নাজির, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিতের ছন্দ নষ্ট করে দেন। রোহিত সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি।
ম্যাচে ৬ষ্ঠ ওভারের শেষ বলে, নাজির একটি শর্ট এবং ওয়াইড বল করেন। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে প্যাট কামিন্সের ডেলিভারি রোহিত খেলতেই পারেননি। ঠিক একইভাবে তিনি, নাজিরের বলেও সামনের পা তুলে শর্ট আর্ম পুল শট খেলতে চেয়েছিলেন। কিন্তু, এমসিজির মত এক্ষেত্রেও রোহিত কোনওক্রমে বলটা মিড-অফের দিকে পাঠাতে সক্ষম হন।
জয়সওয়াল, গিলও হতাশ করেছেন। রোহিতের আউট হওয়ার আগে, নবি রোহিতের সঙ্গী ওপেনার জয়সওয়ালকে ফিরিয়ে দেন। জম্মু-কাশ্মীরের হয়ে এই মরশুমের সর্বোচ্চ উইকেট শিকারি নবি জয়সওয়ালকে সামনের দিকে ফাঁদে ফেলার জন্য একটি ভাল লেংথে বল করেছিলেন। ম্যাচের দ্বিতীয় বলে একটি দুর্দান্ত স্কোয়ার কাট করা বাঁহাতি ব্যাটসম্যান জয়সওয়াল বলের লাইনে ছিলেন না। তিনি একটু এগিয়ে গেলে, বলটা ভালোভাবে খেলতে পারতেন।
আরও পড়ুন- রোহিত-রাহানে-দুবেকে বিধ্বংসী স্পেলে আউট! রঞ্জিতে শিরোনামে কাশ্মীরি স্পিডস্টার উমর নাজির
আড়াই বছরেরও বেশি সময় পর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটক-পঞ্জাব ম্যাচেই রঞ্জি ট্রফিতে ফিরলেন ভারতের ৩ নম্বর ব্যাটার শুভমান গিল। ২০২২ সালের জুলাইয়ে পঞ্জাবের হয়ে শেষবার খেলা গিল এই ম্যাচে ৪ রানে আউট হয়েছেন। পাশাপাশি, রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে ১০ বলে ১ রান করে আউট হয়েছেন ঋষভ পন্থ।