Advertisment

দলীপ ফাইনালে অক্ষয় ওয়াখাড়ের কামাল, এই স্পিনারকে টেস্ট দলে চাইছেন হরভজন

বিদর্ভর অফস্পিনার অক্ষয় ওয়াখাড়ের টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত। এমনটাই মন্তব্য় ভারতের সিনিয়র স্পিনার হরভজন সিং। পাঞ্জাব পুত্তর টুইটারে দ্বরাজ সার্টিফিরেট দিলেন অক্ষয়কে।

author-image
IE Bangla Web Desk
New Update
Harbhajan Singh backs Akshay Wakhare after Duleep Trophy final exploits

দলীপ ফাইনালে অক্ষয় ওয়াখাড়ের কামাল, এই স্পিনারকে টেস্ট দলে চাইছেন হরভজন

বিদর্ভর অফস্পিনার অক্ষয় ওয়াখাড়ের টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত। এমনটাই মন্তব্য় ভারতের সিনিয়র স্পিনার হরভজন সিং। পাঞ্জাব পুত্তর টুইটারে দ্বরাজ সার্টিফিরেট দিলেন অক্ষয়কে। গত শনিবার দলীপ ট্রফির ফাইনালে ১৩ রানে পাঁচ উইকেট নেওয়া অক্ষয়ের বোলিংয়ে মুগ্ধ টিম ইন্ডিয়ার টার্বানেটর। টুইট করেই তাঁর ভূয়সী প্রশংসা করলেন ভাজ্জি।

Advertisment

রবিবার হরভজন টুইটারে লিখলেন, "অক্ষয় ওয়াখাড়ে শেষ এক বছর যাবত প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করছে। শেষ দু'বছরে ব্য়াক-টু-ব্য়াক রঞ্জি চ্য়াম্পিয়ন হয়েছে। ইন্ডিয়া গ্রিনের বিরুদ্ধে ওর ১৩ রানে পাঁচ উইকেট নেওয়া স্পেলটা অসাধারণ ছিল। দলকে আরও একটা চ্য়াম্পিয়নশিপ জেতাল। আরও অনেক দূর যাবে ওয়াখাড়ে। ভারতের টেস্ট টিমে ডাক পাওয়ার অপেক্ষা।"

আরও পড়ুন: ব্রাথওয়েটের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের রিপোর্ট

ডান হাতি স্পিনার ওয়াখাড়ে দেশের ঘরোয়া ক্রিকেটে শেষ কয়েক বছর নিজের দাপট দেখিয়েছেন। বিদর্ভের হয়ে শেষ পাঁচ বছর নিজেকে অন্য় উচ্চতায় নিয়ে গিয়েছেন নাগপুরের বছর তেত্রিশের স্পিনার। ইন্ডিয়া গ্রিনকে হারিয়ে ইন্ডিয়া রেডের হয়ে দলকে দলীপ ট্রফি জেতানোর ম্য়াচে কেরিয়ারের ১৯ নম্বর প্রথম শ্রেণির উইকেট এসেছে তাঁর ঝুলিতে।

India Harbhajan Singh
Advertisment