ওয়েস্ট ইন্ডিজের স্পেশালিস্ট ওপেনার ক্রেগ ব্রাথওয়েট। পার্ট-টাইম অফস্পিনার হিসাবে তাঁক ব্য়বহার করে দল। ফের একবার হাত ঘুরিয়েই বিপাকে ব্রাথওয়েট। ২০১৭-র পর আবার তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের রিপোর্ট দিল আইসিসি।
ভারতের বিরুদ্ধে সদ্য়সমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টেই ব্রাথওয়েটের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই রিপোর্ট তারা পাঠিয়েছে ক্য়ারিবিয়ান ম্য়ানেজমেন্টকে। এমনটাই বলছে আইসিসি-র প্রেস বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: ধোনিকে টপকে কোহলিই এখন দেশের সফলতম টেস্ট অধিনায়ক
অ্যান্টিগা টেস্টে ৩১৮ রানে জয় ছিনিয়ে আনার পর গত সোমবার জামাইকার সাবিনা পার্কেও ভারত জিতেছে। ২৫৭ রানের জয়ের সুবাদে জিতেই বিরাট কোহলির ভারত জেসন হোল্ডারের উইন্ডিজকে ২-০ হোয়াইটওয়াশ করেছিল দু’ম্য়াচের টেস্ট সিরিজে। আর জামাইকাতে বল করেই সমস্য়ায় ২৬ বছরের ব্রাথওয়েট।
২০১৭ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বার্মিংহ্য়ামে ব্রাথওয়েটের অ্যাকশন নিয়ে প্রশ্ন করেছিল আইসিসি। যদিও স্বাধীন ভাবে পর্যালোচনার পর তাঁর বোলিং অ্যাকশনকে ফিট সার্টিফিকেট দেয়। কিন্তু ফের একবার ব্রাথওয়েট আইসিসি-র স্ক্য়ানারে। আগামী ১৪ সেপ্টেম্বর ব্রাথওয়েটের পরীক্ষা নেবে আইসিসি। যদিও পরীক্ষা না-হওয়া পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কোনও নিষেধাজ্ঞা থাকছে না।