Advertisment

রোহিতের চোটে সুযোগ কেকেআর তারকার, চমক আরও স্কোয়াডে

মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে ১৬ জনের যে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হল, সেখানে প্রত্যাবর্তনের তালিকায় রাখা হয়েছে ইশান্ত শর্মাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma Shubman Gill

রোহিত শর্মা ও শুবমান গিল (বিসিসিআই টুইটার ও বিসিসিআই টুইটার)

India Squad, Players List for New Zealand Series 2020: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। দুঃসংবাদ তাঁকে পুরো নিউজিল্যান্ড সফর থেকেই সরে দাঁড়াতে হল। মঙ্গলবারেই বোর্ডের পক্ষ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টেস্ট ম্যাচের দল ঘোষণা করে দেওয়া হল। পৃথ্বী শ-কে ফেরানো হল টেস্টের স্কোয়াডে। অন্যদিকে, মায়াঙ্ক আগারওয়ালকে ওয়ানডে সিরিজে অন্তর্ভূক্ত করে নেওয়া হল।

Advertisment

মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে ১৬ জনের যে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হল, সেখানে প্রত্যাবর্তনের তালিকায় রাখা হয়েছে ইশান্ত শর্মাকে। পাশাপাশি তাঁর দিল্লি দলের পেস সতীর্থ নভদীপ সাইনিও স্কোয়াডে জায়গা পেয়েছেন। গোড়ালির চোটে ভুগছিলেন ইশান্ত। তাঁকে রাখা হলেও ফিটনেস ক্লিয়ারেন্স পেতে হবে।

আরও পড়ুন পায়ে চোট, নিউজিল্যান্ড সফর শেষ রোহিত শর্মার

তবে ভারতের আপাতত সবথেকে বড় দুঃশ্চিন্তা নাম রোহিত শর্মা। কিউয়িদের বিরুদ্ধে মাউন্ট মাউনগুইয়ে ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলার পরে চোট পান ১৭তম ওভারে। তারপরে আর খেলা চালিয়ে যেতে পারেননি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামিল্টনে সোমবার এমআরআই স্ক্যান করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, রিকভারির জন্য রোহিত এনসিএ-তে থাকবেন।

রোহিতের জায়গায় নেওয়া হচ্ছে পাঞ্জাবের তারকা ব্যাটসম্যান শুবমান গিলকে। ভারতীয়-এ দলের জার্সিতে নিউজিল্যান্ড সফরে রানের মধ্যে রয়েছেন তরুণ তুর্কি। দ্বিশতরানও হাকিয়েছেন ৪৮ ঘণ্টা আগে। তাই তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে। তবে ওয়ানডে-তে রোহিতের জায়গায় খেলবেন মায়াঙ্ক আগারওয়াল।

আরও পড়ুন অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ? গর্বের দিন বাঙালির

ঘরের মাঠে একাধিক টেস্ট সিরিজ মিস করার পরে ফেরানো হচ্ছে জসপ্রীত বুমরাকে। নিউজিল্যান্ড সফরেও চোট আঘাতের সমস্যা রয়েছে। তৃতীয় টি২০তে কাঁধে চোট পাওয়ার পরে দুটো টি২০ ম্যাচে খেলেননি কেন। ওয়ানডে সিরিজের বাইরে রাখা হয়েছে তাঁকেও। কেন উইলিয়ামসনের বদলে স্কোয়াডে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে।

ভারতের টেস্ট স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, আর অশ্বিন, আর জাদেজা, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি এবং ইশান্ত শর্মা (ফিটনেস শর্তসাপেক্ষে)

Read the full article in ENGLISH

BCCI New Zealand
Advertisment