Advertisment

প্রবীণদের ক্রিকেট বিশ্বকাপে এবার খেলবে ভারত

ভারতের প্রবীণ ক্রিকেট সংস্থার সভাপতি অজয় রায়। তিনি আশাবাদী, প্রথম সুযোগেই ভারত বাজিমাত করবে বিশ্বকাপে। তিনি জানিয়েছেন, প্রথম সুযোগেই ট্রফি জয়ের এমন সুযোগ হাতছাড়া করা চলবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
50s World Cup

বয়স্কদের বিশ্বকাপের লোগো (টুইটার)

ন্যূনতম বয়স হতে হবে ৫০। তাহলেই বাইশগজে খেলার ছাড়পত্র মিলবে। বয়স্কদের এমন অভিনব ক্রিকেট বিশ্বকাপেই এবার প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে ভারত। সেই টুর্নামেন্টেই আবার ভারতকে খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও স্টেলেনবস-এ সিনিয়র বিশ্বকাপের আসর বসতে চলেছে মার্চ মাসের ১১ থেকে ২৪ তারিখের মধ্যে। ভারত ছাড়াও এই ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া এবং জিম্বাবোয়ে।

Advertisment

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ না হারার ট্রেন্ড বজায় রাখতে চান ভারতের অধিনায়ক শৈলেন্দ্র সিং। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। অন্য গ্রুপে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। ১১ তারিখে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড।

আরও পড়ুন কিংবদন্তি ইংরেজ পেসার বব উইলিস প্রয়াত

ভারতীয় অধিনায়ক শৈলেন্দ্র সিং দ্য হিন্দু পত্রিকায় সাক্ষাৎকারে জানান, "১৫ বছরেরও বেশি বোম্বে জিম ক্লাবকে নেতৃত্ব দিচ্ছি। ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কাউন্টিতে খেলার সময় তারকা ক্রিকেটারদের মোকাবিলা করেছি। বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আশা করছি, বিশ্বকাপ দেশের মাটিতে নিয়ে এসে প্রত্যেককে গর্বিত করতে পারব।"

ভারতের প্রবীণ ক্রিকেট সংস্থার সভাপতি অজয় রায়। তিনি আশাবাদী, প্রথম সুযোগেই ভারত বাজিমাত করবে বিশ্বকাপে। তিনি জানিয়েছেন, "প্রথম সুযোগেই ট্রফি জয়ের এমন সুযোগ হাতছাড়া করা চলবে না। এটাই আপাতত ভারতীয় ক্রিকেটারদের মন্ত্র।"

আরও পড়ুন নিত্যানন্দকে এবার ‘দুসরা’ অশ্বিনের

ভারতকে প্রথমবার বিশ্বকাপ এনে দেওয়ার নায়ক কপিল দেব এই টুর্নামেন্ট নিয়ে এখন থেকেই উত্তেজিত। তিনি বলছিলেন, "এটা একটা দারুণ মুহূর্ত। শৈলেন্দ্র বয়স্কদের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন। উনি এবং দলের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি।"

প্রসঙ্গত, প্রবীণদের বিশ্বকাপে প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৮ সালে এই আসর বসেছিল সিডনিতে। এই টুর্নামেন্ট যদিও আইসিসি স্বীকৃত নয়।

Read the full article in ENGLISH

cricket Cricket World Cup
Advertisment