বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের ৫ম তথা শেষ ম্যাচ সিডনি টেস্টে খারাপ ফর্মের জন্য নিজেই বসে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সচরাচর কোনও ক্যাপ্টেনকে এভাবে খারাপ ফর্মের জন্য দল থেকে নিজেকে বাদ দিতে দেখা যায় না। রোহিত সেই বিরল নজির গড়েছেন। যার উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। তিনি প্রশ্ন তুলেছেন, 'অতীতে ঠিক কতজন ক্যাপ্টেন এমনটা করেছেন?'
অস্ট্রেলিয়া সফরে রোহিতের রানের গড় ৬.২০। শুধু অস্ট্রেলিয়া সফরই নয়। তিনি নিউজিল্যান্ড সফরেও অত্যন্ত খারাপ ফর্মের উদাহরণ দেখিয়েছেন। বলতে গেলে রোহিত ২০২৪ সালে ভারতের মাটিতে হওয়া নিউজিল্যান্ড সফর থেকেই ফর্মে নেই। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে রোহিতের সেই খারাপ ফর্মের ধারাবাহিকতাই দেখেছে ক্রিকেট দুনিয়া। তাঁর দ্বিতীয় সন্তান হয়েছে। সেই জন্য অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট বা পার্থ টেস্ট রোহিত খেলেননি। শেষ টেস্টে নিজেকে নিজেই বাদ দিয়েছেন। তার আগে মধ্যের তিনটি টেস্টে রোহিত খেলেছেন। তাতেই তাঁর রানের গড় ৬.২০।
আর, এতেই রোহিতের আচরণে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন তারকা যুবরাজ সিং। তিনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। যুবরাজ বলেছেন, 'ও শেষ ম্যাচে নিজেই নিজেকে বাদ দিয়েছে। আর, ওঁর বদলে আরেকজনকে সুযোগ দিয়েছে। অতীতে ঠিক কতজন অধিনায়ক এমনটা করেছে? দয়া করে আমাকে বলুন।' নিজেকে সিডনি টেস্টে বাদ দেওয়ার পর রোহিত সংবাদমাধ্যমকে বলেছেন, 'এখন ব্যাপার হল আমার ফর্ম নেই। আমার ব্যাট থেকে রান আসছে না। একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে যাচ্ছি। আমার ম্যাচ জেতার জন্য ফর্মে থাকা ক্রিকেটার দরকার। আমাদের ব্যাটাররা ফর্মে নেই। সেই জন্য আমি ফর্মে না থাকা বেশিসংখ্যক খেলোয়াড়কে দলে নিতে পারব না।'
তবে, খারাপ ফর্মেই রোহিতের গেরো কাটেনি। তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি অধিনায়ক থাকাকালীন ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ১০ বছর পর হেরেছে। এই পরিস্থিতিতে অধিনায়কত্ব ইস্যুতেও রোহিতের পাশে দাঁড়িয়েছেন যুবরাজ।
আরও পড়ুন- ভারত পাকিস্তানের এলে, সেরা আতিথেয়তা দেখাতাম, কোহলিদের বার্তা দিয়ে বড় মন্তব্য ফখরের
তিনি বলেছেন, 'হতে পারে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে। এটা হজম করা সত্যিই কঠিন। কিন্তু, ভারতীয় দলের তিন থেকে পাঁচ বছরের ফলাফলটা একবার দেখা যাক। গৌতম গম্ভীর কেবল দায়িত্ব নিয়েছেন। ওঁর ভালো কিছু করে দেখাতে আরও সময় দরকার। রোহিতের অধিনায়কত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। ওঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছে। ও মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)-কে ৫ বার আইপিএল জিতিয়েছে।'