গত বছরেই বিশ্বকাপে মাতিয়ে দিয়েছিল ইভান রাকিটিচ, পেরিসিচ, লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া। বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধেই এবার মুখোমুখি ফুটবল যুদ্ধে নামতে পারে ভারত। এমনই সম্ভবনা তৈরি হয়েছে। সর্বভারতীয় প্রচারমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন সম্প্রতি নিজেদের মধ্যে এক বৈঠক করে। সেখানেই দুই দেশের সম্ভাব্য ফ্রেন্ডলি ম্যাচের প্রাথমিক কথাবার্তা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই ম্যাচ আয়োজন করা হতে পারে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এআইএফএফ-এর সাধারণ সচিব কুশল দাস ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে গিয়েছিলেন ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন প্রধান দাভর সুকেরের সঙ্গে আলোচনা সারতে। বর্তমান জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমে কুশল দাস বলেন, "ভারত বনাম ক্রোয়েশিয়ার ফুটবল ম্যাচ হওয়ার সম্ভবনা রয়েছে। তবে নভেম্বরে পরবর্তী বৈঠকে পুরো বিষয়টি পরিষ্কার হবে।" ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার যে দল বিশ্বকাপের শেষ চারে উঠেছিল, সেই দলে দাভর সুকেরের সতীর্থ ছিলেন ইগর স্টিম্যাচ। সুকের আবার সেই বছরেই গোল্ডেন বল পেয়েছিলেন। ভারত-ক্রোয়েশিয়ার সম্ভাব্য ফুটবল ম্যাচের অনুঘটক হচ্ছেন এই স্টিম্যাচই।
ভারতের কোচ হয়ে আসার পরে স্টিম্যাচ ফেডারেশন কর্তাদের আরও বেশি আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচ খেলার কথা বলেছেন। তারপরেই ফেডারেশনের তরফে প্রীতি ম্যাচ নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে চিনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে ভারত গোলশূন্য ড্র করেছিল।
Read the full article in ENGLISH