Advertisment

দিন-রাতের টেস্টে গোলাপি বলে ফের কোহলিরা, এবছরেই

সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হয়ে আসার পরে গোলাপি বলে টেস্ট খেলার বিষয়ে রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

গোলাপি বলে ইডেনে ভারতীয় দল (টুইটার)

বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলার স্বাদ পেয়েছিল ভারত। গোলাপি বলে ফের একবার টেস্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার গোলাপি বলে দিন-রাতের টেস্টে অংশ নিতে পারে ভারত।

Advertisment

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, "ভারত খুব সম্ভবত অস্ট্রেলিয়ায় গিয়ে দিন-রাতের টেস্ট খেলছে।"

আরও পড়ুন একবার নয়, দু-বার বিয়ে করেছিলেন এই সাত ক্রিকেটার

নভেম্বরে প্রথম ও একমাত্র গোলাপি বলে টেস্ট খেলেছিল ভারত ইডেন গার্ডেন্সে। গত মাসে অধিনায়ক বিরাট কোহলিও বলেছিলেন, তিনি অস্ট্রেলিয়ায় যেকোনও ভেন্যুতে দিন-রাতের টেস্ট খেলতে প্রস্তুত। গত মাসে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজ খেলতে নামার আগে ওয়াংখেড়েতে কোহলি জানিয়ে দিয়েছিলেন, "আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গাব্বায় হোক বা পার্থ যে কোনও জায়গায় দিন-রাতের টেস্ট খেলতে আমরা তৈরি। যেকোনও সিরিজে এই টেস্ট নতুন মাত্রা সংযোজন করেছে।"

আরও পড়ুন অপহরণ করা হয়েছিলেন অশ্বিনকে, আঙুলও কেটে ফেলা হত!

সৌরভ গঙ্গোপাধ্য়ায় বোর্ড সভাপতি হয়ে আসার পরে গোলাপি বলে টেস্ট খেলার বিষয়ে রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট। এর আগে ২০১৮-১৯ মরশুমে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ভারতকে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিলেও অনভিজ্ঞতার অভাবে বিসিসিআই প্রত্যাখ্যান করেছিল।

ইডেনে দিন-রাতের টেস্টে রেকর্ড সংখ্যক দর্শক হয়েছিল। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য এই গোলাপি বলে টেস্টের প্রয়োজনীয়তা রয়েছে, এমন ভাবছেন অনেকেই। ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, ভারত আসন্ন সফরে একটি গোলাপি বলে টেস্ট খেলবে। জানুয়ারিতে গত মাসেই অস্ট্রেলিয়ার ভারতে আসার সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে একপ্রস্থ এই বিষয়ে আলোচনা হয়েছিল, বলে জানা গিয়েছে।

Read the full article in ENGLISH

BCCI Pink Ball
Advertisment