Advertisment

WTC Point Table: বিরাট সাফল্য টিম ইন্ডিয়ার! কেপ টাউন জয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া

World Test Championship: তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান। ক্যারিবিয়ান দল ওয়েস্ট ইন্ডিজ আছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে যেখান থেকে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই ইংল্যান্ড। আর, নবম স্থানে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তাই এই জয় যেন ভারতের কাছে অনেকটা বড় পাওনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India, ICC WTC point table, india vs south africa

IND vs SA, 2nd Test: এক জয়েই ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে।

World Test Championship (WTC) Point Table: দক্ষিণ আফ্রিকায় (South Africa) সিরিজ ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল ভারত (Team India)। বৃহস্পতিবারই কেপ টাউনে ভারত এই সিরিজে তার দ্বিতীয় তথা শেষ টেস্ট জয় নিশ্চিত করেছে। আর, তারপরই উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে।

Advertisment

আরও পড়ুন- India vs South Africa: জঘন্য ক্যাপ্টেন্সি, জিতেও নেই রেহাই! জয়ের মঞ্চেই রোহিতকে তেড়েফুঁড়ে আক্রমণ এবার মঞ্জরেকরের

বৃহস্পতিবার কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের ২য় দিনে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল সেঞ্চুরিয়নে। সেই ম্যাচে ভারত হেরেছিল। তারপর এই জয় আসায় সিরিজে সমতা ফিরেছে। দুই ম্যাচের সিরিজ হওয়ায় ভারত এবং দক্ষিণ আফ্রিকা, উভয় দলই ট্রফি ভাগাভাগি করে নিয়েছে। ১-১ ব্যবধানে শেষ হয়েছে সিরিজ।

আরও পড়ুন- Dean Elger farewell: ‘হেরো’ এলগারের বিদায় স্মরণীয় রোহিতদের কীর্তিতে! প্রতিপক্ষকে সম্মানের সিংহাসনে বসিয়েই ছাড়ল টিম ইন্ডিয়া

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭৯ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২৩ বলে ২৮ রান করেন। অপর ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ২২ বলে অপরাজিত ১৭* রান করেন। জয়সওয়াল ছয়টি বাউন্ডারি হাঁকান। শেষ পর্যন্ত ভারত তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮০ রান তুলে নেয়। যার জেরে সাত উইকেটে জয় নিশ্চিত হয়।

আরও পড়ুন- Virat Kohli Bail Swap: কোহলির কাণ্ডে ক্ষেপলেন মার্করাম! মাঠেই তুমুল ‘যুদ্ধ’, বিতর্কে দগ্ধ নিউল্যান্ডস, দেখুন ভিডিও

এই জয় ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-এর শীর্ষস্থান ২০২৪-এ পুনরুদ্ধার করতে সহায়তা করল। এই নিয়ে ভারত দ্বিতীয়বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান পেল। চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম টেস্ট-এ পরাজয় ভারতকে চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ স্থানে ঠেলে দিয়েছিল। কিন্তু, বৃহস্পতিবারের জয় তাদের একবারে শীর্ষস্থানে নিয়ে গেল। তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান। ক্যারিবিয়ান দল ওয়েস্ট ইন্ডিজ আছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে যেখান থেকে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই ইংল্যান্ড। আর, নবম স্থানে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

WTC point table
পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত।

ভারতের জয়ের পরে প্লেয়ার অফ দ্য সিরিজ জসপ্রিত বুমরাহ বলেন, 'এই (নিউল্যান্ডস) মাঠ আমার হৃদয়ে সর্বদা একটি বিশেষ জায়গা রাখবে। টেস্ট ক্রিকেট খেলা সবসময়ই স্বপ্ন ছিল। এখান থেকে যাত্রা শুরু হয়েছিল। সবসময়ই ভালো লাগে। আমার প্রথম খেলার স্মৃতি। খুব খুশি যে এই মাঠে আজকেও ভালো ফল হয়েছে। ২০১৮ সালে এই যাত্রা শুরু হয়েছিল। আমাদের বোলিং ইউনিট অভিজ্ঞ ছিল। আমরা একটি প্রভাব তৈরি করতে চেয়েছিলাম। আমরা জানতাম যে আমরা যদি বিদেশে ভালো করতে চাই, অনেক বেশি এবং ধারাবাহিকভাবে বল করতে হবে। ভারতে স্পিনাররা অনেক ভালো কাজ করেছেন। আমাদের ভিশনটা সেখান থেকেই শুরু হয়েছিল। আমাদের দলও একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।'

আরও পড়ুন- Rohit Sharma slams ICC for pitch: বিশ্বকাপ ফাইনালের পিচ কীভাবে বিলো পার! দেড় দিনে টেস্ট জিতে আইসিসিকে তুলোধোনা রোহিতের

বুমরাহ বলেন, 'মূল কথা হল, লড়াই চালিয়ে যেতেই হবে। দক্ষিণ আফ্রিকায় খেলা সহজ নয়। এখানে পরিস্থিতি অন্যরকম। আমরা শেষ ম্যাচেও লড়াই করেছি। এই লড়াই ধরে রাখা কঠিন। কারণ, এর জন্য অনেক শক্তি এবং ধৈর্যের প্রয়োজন। যদি আপনি শক্তি এবং ধৈর্য হারান, তাহলে খেলা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। আমরা খুব খুশি যে আমরা এই ম্যাচে শক্তি এবং ধৈর্য ধরে রাখতে পেরেছি। আমি আমার জীবনে কখনও এত কম সময়ের টেস্ট ম্যাচ খেলিনি। প্রথম দিনে উইকেট দেখে, কেউ সত্যিই ভাবেনি যে এত কিছু এই ম্যাচে ঘটতে যাচ্ছে। আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। ভালোই হয়েছে। টেস্ট ক্রিকেট সত্যিই চমক দেয়! খুব খুশি যে আমরা কেপটাউনে আমাদের প্রথম জয় পেয়েছি। একটি দুর্দান্ত সিরিজ এবং একটি লড়াইয়ের সিরিজ এখানে শেষ হল।'

Test cricket Indian Team South Africa Cricket Team Indian Cricket Team ICC Ranking ICC South Africa
Advertisment