/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/India-u19_.jpg)
জয় দিয়ে শুরু ভারতীয় যুব দলের (বিসিসিআই টুইটার)
দক্ষিণ আফ্রিকায় ভারতীয় যুব দল দারুণ শুরু করল প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে। ইয়ুথ কাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ভারতীয় দল হারাল ৯ উইকেটে। ব্যাটে বলে কর্তৃত্ব নিয়েই প্রোটিয়াজ বাহিনীকে বধ করল ভারত ইস্ট লন্ডনের বাফেলো পার্কে।
প্রথমে ব্য়াট করতে নেমে দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব ১৯ দল ৪৮.৩ ওভারে ১৮৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ৪২.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। সিরিজে ভারত শুক্রবারেই ১-০ লিড নিয়ে নিল টিম ব্লু-রা।
আরও পড়ুন ভারতীয় এ দলে এবার পৃথ্বী, হার্দিক, খেলবেন নিউজিল্যান্ডে
টসে জিতে দক্ষিণ আফ্রিকার প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত ফিরে আসে ব্যুমেরাং হয়ে। ভারতীয় বোলারদের সামনে কোনও প্রোটিয়াজ ব্যাটসম্যানই ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একমাত্র লিউক বিউফোর্ট ৯১ বলে লড়াকু ৬৪ রান করে যান। দুই ওপেনার অ্যান্ড্রু লৌ এবং জ্যাক লিস ভাল শুরু করলেও স্কোরবোর্ডে বড় রান খাড়া করতে পারেননি।
READ: India Under-19 off to a winning start, beat hosts South Africa Under-19 by nine wickets.
Report ????️here ???????? https://t.co/g1GOFX4Lzppic.twitter.com/XIEw0Jg8SQ
— BCCI (@BCCI) December 27, 2019
ভারতীয় বোলারদের মধ্যে প্রায় প্রত্যেকেই সফল। রবি বিশনই ৩ উইকেট দখল করেন। কার্তিক ত্যাগী, শুভং হেগড়ে, অর্থব আঙ্কোলেকর প্রত্যেকে ২টো করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কবে আর কোথায় খেলবে? দেখে নিন সূচি
বলের পাশাপাশি ব্য়াটেও ঝলক দেখিয়েছেন ভারতীয়রা। দিব্যাংশ সাক্সেনা ও তিলক ভার্মা ওপেনিং পার্টনারশিপেই ১২৭ রান যোগ করে যান। তিলক ভার্মা ৫৯ রানে আউট হয়ে গেলেও দিব্যাংশ সাক্সেনা ১১টি বাউন্ডারির সহায়তায় ৮৬ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা কুমার কুশাংগ্রা ৪৩ রানে অন্যপ্রান্তে অপরাজিত থেকে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন। ৭.৩ ওভার বাকি থাকতেই ভারত স্কোরবোর্ডে ১৯০ তুলে ফেলে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে।
Read the full article in ENGLISH