জাপানের বিরুদ্ধে ভারত যুব বিশ্বকাপে যে সহজ জয় পাবে, তা জানা ছিল। তবে প্রতিপক্ষকে এভাবে মুচড়ে দিয়ে জিতবে, তা হয়তো ভাবা যায়নি। জাপানকে ব্লুমফন্টেনের ম্যানগাউঙ্গ ওভালে ১০ উইকেটে জিতল ভারত। টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিল ভারত।
ব্য়াট করতে নেমে জাপানি ক্রিকেটাররা মাত্র ৪১ রানে অলআউট হয়ে গিয়েছিল। যুব বিশ্বকাপের ইতিহাসে এটাই যুগ্ম সর্বনিম্ন স্কোর। ভারতীয় বোলারদের বিপক্ষে পাঁচজন জাপানি ব্যাটসম্যানই কোনও রান না তুলে ফিরে গেলেন। পাশাপাশি কোনও জাপানি ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। জাপানের ব্যাটসম্যানদের মধ্য়ে সবথেকে বেশি বল খেললেন কেন্টা ওটা ডোবেল (৩৭ বল)।
লেগস্পিনার রবি বিষ্ণোই ৮ ওভার বল করে তিন মেডেন সহ খরচ করলেন মাত্র ৫ রান। তাঁর শিকার সংখ্যা ৪জন। কিংস ইলেভেন পাঞ্জাব কিছুদিন আগেই নিলামে কিনেছে প্রতিভাবান এই স্পিনারকে। তাঁর গুগলি বুঝতে হিমশিম খেলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।
কার্তিক ত্যাগী আবার নতুন বলে আগুন ঝড়ালেন। ৬ ওভার বল করে ১০ রানের বিনিময়ে তিনি ৩জনকে আউট করলেন। আকাশ সিং ও বিদ্যাধীর পাতিল যথাক্রমে ২টো ও ১টি উইকেট দখল করলেন। ভারতীয় বোলাররা ১৯ রান অতিরিক্ত না দিলে আরও কম রানে আউট হতে পারত জাপান।
৪২ রান তাড়া করতে নেমে ভারত লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ৪.৫ ওভারে। এটাই যুব বিশ্বকাপের ইতিহাসে বল বাকি থাকার নিরিখে দ্বিতীয় দ্রুততম রান চেজ। দ্রুততম রান চেজের রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ২৩ রান তাড়া করে অজিরা জেতে হাতে ২৭৭ বল নিয়ে।
যশস্বী জয়সোয়াল ১৮ বলে ২৯ রান করেন পাঁচটা বাউন্ডারি ও একটা ছক্কা সহ। অন্যপ্রান্তে ১১ বলে একটা বাউন্ডারি সমেত ১৩ রান করেন কুশাগ্র।
Read the full article in ENGLISH