/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/choto-9.jpg)
রোহিতকে ফেরালেন রাবাদা, ময়ঙ্ক-পূজারার ব্যাটে ভাল শুরু ভারতের (ছবি-টুইটার/বিসিসিআই)
India vs South Africa 2nd Test Live: বৃহস্পতিবার থেকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি তিন ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচ। এদিন টস জিতে ব্য়াট করতে নেমেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
বিশাখাপত্তনম টেস্টে পরপর দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। টেস্ট ওপেনারের নয়া ভূমিকায় স্টার মার্ক নিয়ে পাশ করেছিলেন হিটম্য়ান। কিন্তু পুনেতে এসে প্রত্য়াশা পূরণে ব্য়র্থ হলেন তিনি।
আরও পড়ুন:পুনেতে সৌরভকে টপকে ইতিহাস লিখবেন বিরাট কোহলি
That's Lunch on Day 1 of the 2nd Test. #TeamIndia 77/1 (Mayank 34*, Pujara 19*)
Updates - https://t.co/IMXND6rdxV#INDvSApic.twitter.com/LSKyP6Zl1H
— BCCI (@BCCI) October 10, 2019
ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে প্রথম ইনিংসে ওপেন করতে নেমে মাত্র ১২ রানে আউট হয়ে গেলেন তিনি। কাগিসো রাবাদার বলে কুইন্টন ডি ককের হাতে ক্য়াচ তুলে দিলেন রোহিত। লাঞ্চের আগেই ভারত এক উইকেট হারিয়ে ফেলল।
রোহিত ফেরার পর চেতেশ্বর পূজারা নেমেছেন ক্রিজে। ময়ঙ্কের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। মধ্য়াহ্ণ ভোজের বিরতিতে ভারত এক উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে। ময়ঙ্ক ৩৪ ও পূজারা ১৯ রানে ব্য়াট করছেন। ময়ঙ্ক এদিন দুরন্ত ছন্দে আছেন। সাতটি চারও মেরে ফেলেছেন ৮০ বলের ইনিংসে। অন্যদিকে পূজারাও ধীরে ধীরে সেট হচ্ছেন।
Toss Time: #TeamIndia have won the toss and will bat first #INDvSA@Paytmpic.twitter.com/AESOB3pDdF
— BCCI (@BCCI) October 10, 2019
অন্য়দিকে এদিনের শুরুতে টস করেই ইতিহাস লিখে ফেলেলেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে টপকে গেলেন কোহলি। ভারতের হয়ে সর্বাধিকবার টেস্ট ক্য়াপ্টেনসি করার তালিকায় তিন থেকে দু’নম্বরে চলে এলেন বিরাট। সৌরভ ৪৯ বার ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন টেস্টে। কোহলি অধিনায়ক হিসাবে ৫০ নম্বর টেস্টে পা রাখলেন। কোহলির আগে শুধুই এমএস ধোনি। ভারতকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মাহি।
বিশাখাপত্তনমে ভারত ২০৩ রানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। দুই দলই এদিন একটা করে পরিবর্তন করেছে টিমে। পুনের পিচের কথা ভেবেই ভারত-দক্ষিণ আফ্রিকা অতিরিক্ত পেসার খেলাচ্ছে। ভারত হনুমা বিহারীর বদলে উমেশ যাদবকে এনেছে প্রথম একাদশে। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকা পেসার অ্যানরিচ নর্টজেকে খেলাচ্ছে অফ স্পিনার ড্য়ান পিয়েতের জায়গায়।