আরও একটি রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলতি তিন ম্য়াচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। আর এই টেস্টেই কোহলি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে টপকে যাবেন। চলে আসবেন ধোনির ঠিক পরেই।
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে সৌরভ ভারতকে ৪৯ বার নেতৃত্ব দিয়েছেন। পুনেতে অধিনায়ক হিসাবে ৫০ নম্বর টেস্ট খেলতে নামছেন কোহলি। কয়েন টস করার সঙ্গে সঙ্গেই দেশের হয়ে সর্বাধিকবার টেস্ট ক্য়াপ্টেনসি করার তালিকায় তিন থেকে দু’নম্বরে চলে আসবেন বাইশ গজের কিং। সৌরভকে ছাপিয়ে অনন্য হাফ-সেঞ্চুরি করবেন তিনি।
আরও পড়ুন: ধোনিকে টপকে কোহলিই এখন দেশের সফলতম টেস্ট অধিনায়ক
ধোনিই ভারতের হয়ে সবচেয়ে বেশিবার দলকে নেতৃত্ব দিয়েছেন। ৬০টি টেস্টে ক্য়াপ্টেনসি করেছেন তিনি। কোহলির থেকে ১১টি বেশি। ধোনি ৬০টি টেস্ট ম্য়াচে ভারতকে ২৭টি টেস্ট জিতিয়েছিলেন। এরপরেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (৪৯ ম্য়াচে ২১টি জয়) ও মহম্মদ আজহারউদ্দিন (৪৭ ম্য়াচে ১৪টি জয়)
২০১৪-১৫ সালে বর্ডার-গাভাস্কর ট্রফির মাঝপথেই ধোনি অধিনায়কত্বের দায়ভার বিরাটের হাতে সঁপে দিয়ে টেস্ট থেকে সন্ন্য়াস নেন। এরপর থেকে কোহলিই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ: অ্যাওয়ে টেস্ট জয়ের জন্য় পয়েন্ট দ্বিগুণের প্রস্তাব কোহলির
সাদা পোশাকে কোহলির ক্য়াপ্টেনসিতে ভারত ২৯ বার জিতেছে। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদের টেস্টে ২-০ হোয়াইটওয়াশ করেছিল বিরাটের ভারত। এই জয়ের সুবাদেই কোহলি হয়ে যান ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক।
১) এমএস ধোনি-৬০
২) বিরাট কোহলি-৪৯*
৩) সৌরভ গঙ্গোপাধ্য়ায়-৪৯
৪) সুনীল গাভাস্কর/মহম্মদ আজহারউদ্দিন
৫) মনসুর আলি খান পতৌদি-৪০
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: