Advertisment

ICC World Cup 2019, India Vs Afghanistan Highlights: শামির হ্যাটট্রিকে রুদ্ধশ্বাস জয় ভারতের

ICC World Cup 2019, India Vs Afghanistan 2019 Highlights: আফগানিস্তানকে ১১ রানে হারাল ভারত। চলতি বিশ্বকাপের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল সাউদ্যাম্পটন।

author-image
IE Bangla Web Desk
New Update
team india, India Vs Afghanistan 2019 Live Score: ICC World Cup 2019 India Vs Afghanistan Live Score, India Vs Afghanistan Live Scorecard

team india, India Vs Afghanistan 2019 Live Score: ICC World Cup 2019 India Vs Afghanistan Live Score, India Vs Afghanistan Live Scorecard

ICC World Cup 2019, India Vs Afghanistan Highlights: ভারত জিতল ১১ রানে। চলতি বিশ্বকাপের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল সাউদ্যাম্পটন। টানটান উত্তেজনার ম্যাচে শেষ দু ওভারে বাজিমাত করলেন জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। নেক-টু-নেক ফাইটে একসময়ে মনে হচ্ছিল ফর্ম্যাটটা পঞ্চাশ ওভারের নয় ২০ ওভারের। কী খেলাটাই না হল ভারত-আফাগানিস্তানের। দুই দেশের ফ্যানেরাই দীর্ঘদিন মনে রেখে দেবেন এই ম্যাচের কথা। তবে আলদা করে বলতেই হবে শামির কথা। শেষ ওভারে তিনি হ্যাটট্রিক করে ম্যাচের রঙ বদলে দিলেন। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসবে বিশ্বকাপে হ্য়াটট্রিক করলেন তিনি।

Advertisment

India Vs Afghanistan Highlights: India Vs Afghanistan 2019 World Cup 2019

Live Blog














23:02 (IST)22 Jun 19





















শামির হ্যাটট্রিক শেষ ওভারে

ভারত জিতল ১১ রানে। চলতি বিশ্বকাপের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল সাউদ্যাম্পটন। টানটান উত্তেজনার ম্যাচে শেষ দু ওভারে বাজিমাত করলেন জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি। নেক-টু-নেক ফাইটে একসময়ে মনে হচ্ছিল ফর্ম্যাটটা পঞ্চাশ ওভারের নয় ২০ ওভারের। কী খেলাটাই না হল ভারত-আফাগানিস্তানের। দুই দেশের ফ্যানেরাই দীর্ঘদিন মনে রেখে দেবেন এই ম্যাচের কথা। তবে আলদা করে বলতেই হবে শামির কথা। শেষ ওভারে তিনি হ্যাটট্রিক করে ম্যাচের রঙ বদলে দিলেন। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসবে বিশ্বকাপে হ্য়াটট্রিক করলেন তিনি।

22:36 (IST)22 Jun 19





















ধোনির বিশ্বস্ত দস্তানা

চাহালের ফ্লাইট মিস করেছিলেন রশিদ খান। সেকেন্ডের ভগ্নাংশ সময়ে তাঁর বেল ছিটকে দিলেন এমএসডি। আর এই রশিদের বলেই মাহি স্টাম্প আউট হয়েছিলেন। আফগানিস্তানের প্রয়োজন ২৪ বলে ৩২ রান। ৪৬ ওভারে সাত উইকেটে ১৯৩ তুলল তারা। ম্য়াচ যে কেউ জিততে পারে। সাউদ্যাম্পটন যেন টি-২০ দেখছে।

22:17 (IST)22 Jun 19





















হাফ ডজন উইকেট হারাল আফগানরা

আরও একটা উইকেট,  নাজিবুল্লাহ জার্দান চাহালের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন পাণ্ডিয়ার বলে। ৪৮ বলে আফগানিস্থানের প্রয়োজন ৫৬ রান। ৪২ ওভারের খেলা শেষ আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল। ম্যাচের রাশ ভারতের হাতে। চাপে আফগানরাই। 

21:51 (IST)22 Jun 19





















চাহাল তুলে নিলেন উইকেট

কোহলি ঠিক এটাই চাইছিলেন। হাসমাতুল্লাহ শাহিদি এবং আসগর আফগানের জুটিটা ভাঙতে। চাহাল সেই কাজটাই করলেন। আসগর আফগানের উইকেটটা ছিটকে দিলেন তিনি। জয় আর ভারতের মাঝে আর পাঁচ উইকেট। ৭৮ বলে প্রয়োজন ৮৫ রান। ৩৭ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান তুলল ১৪০।

21:38 (IST)22 Jun 19





















ম্যাচ কিন্তু ফিফটি-ফিফটি

আফগানদের চাই রান, ভারতের চাই উইকেট। ৯৬ বলে প্রয়োজন ১০০ রান। হাতে রয়েছে হাফ ডজন উইকেট। ৩৪ ওভারের খেলা শেষ। ১২৫ রান উঠেছে স্কোরবোর্ডে। হাসমাতুল্লাহ শাহিদি এবং আসগর আফগান কিন্তু ভালই খেলছেন। এই জুটিটাকে ভাঙাই ভারতের এখন একমাত্র লক্ষ্য়।

21:14 (IST)22 Jun 19





















বুম বুম বুমরা

জোড়া উইকেট, বুমরা ইউ বিউটি! প্রকৃত অর্থেই বুমরা সুন্দর। ভারতকে বসিয়ে দিলেন চালকের আসনে। বিশ্বের এক নম্বর ওয়ান-ডে বোলারের সৌজন্যে ভারত এক ওভারে জোড়া উইকেট পেল। রহমত-হাসমাতুল্লাহকে ফিরিয়ে দিলেন বিরাটের দলের ব্রহ্মাস্ত্র। ওদিকে আফগানরা পেরিয়ে গেল ১০০ রান। ২৯ ওভারের খেলা শেষ।

20:55 (IST)22 Jun 19





















২৫ ওভার শেষ

২৫ ওভারের খেলা শেষ আফগানিস্তান ৯১ রান তুলল। রহমাত-হাসমাতুল্লাহ কিন্তু বেশ সেট হয়ে গিয়েছেন ক্রিজে। আজ কুলচা জুটিকেও সেরকম কার্যকরী দেখাচ্ছে না। কোহলির কপালে ভাঁজ পড়ছে। কারণ তিনি জানেন কম রানের পুঁজি নিয়েই লড়তে হচ্ছে। ফলে উইকেট দ্রুত না ফেলতে পারলে আফগানরা কিন্তু ম্যাচ বার করে নিয়ে যাবে। 

20:21 (IST)22 Jun 19





















আউট

৪২ বলে ২৭ করে আউট হলেন গুলবদিন। রহমতের সঙ্গে তাঁর জুটি ক্রিজে জমে গিয়েছিল। পাণ্ডিয়ার শর্ট বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ আউট হলেন আফগান অধিনায়ক। ১৭ ওভারে ৬৬ রান তুলল আফগানিস্তান। হাঁফ ছেড়ে বাঁচলেন বিরাট। ক্রিজে এলেন হাসমাতুল্লাহ।

19:53 (IST)22 Jun 19





















১০ ওভারের খেলা শেষ

ভুবি-শামি ছাড়াও যুজবেন্দ্র চাহাল আর হার্দিক পাণ্ডিয়াকে পরখ করে দেখলেন কোহলি। ১০ ওভারে ৩৭ রান উঠল আফগানদের স্কোরবোর্ডে। জাজাইয়ের পর আর কোনও উইকেটের পতন হয়নি। আমাদের বিশ্বকাপ বিশেষজ্ঞ শরদিন্দু মুখোপাধ্য়ায় ফোনে বললেন, এখন চাহালের বলের ওপর অনেক কিছু নির্ভর করছে। আরও কয়েকটা উইকেট পড়ে গেলে আফগানর চাপে পড়ে যাবে।

19:37 (IST)22 Jun 19





















ক্লিন বোল্ড

উইকেট ছিটকে দিলেন শামি। ২৪ বলে ১০ রান করে জাজাই ফিরলেন প্য়াভিলিয়নে। শামির বলে তাঁর উইকেট ছিটকে গেল। বিশ্বকাপের প্রথম ম্য়াচ খেলতে নেমেই উইকেট তুলে নিলেন শামি। এখন গুলবদিনকে সঙ্গ দেবেন রহমত শাহ। সাত ওভার শেষে এক উইকেট হারিয়ে আফগানিস্তান তুলল ২১ রান।

19:28 (IST)22 Jun 19





















পাঁচ ওভার হয় গেল

আফগান ওপেনাররা সহজে রান করতে পারছেন না। বুমরা-শামির বলে রীতিমত বেগ পতে হচ্ছে হজরতুল্লাহ-গুলবদনিকে। এর মাঝেই কিছু রান করে নেওয়ার চেষ্টায় তাঁরা। পাঁচ ওভারের খেলা শেষ। ১৬ রান তুলল আফগানিস্তান। শামির ওভারে একটা এলবিডব্লিউ-র জোরাল আবেদন উঠেছিল ঠিকই। কিন্তু রিভিউ নিয়েও ভারতের পক্ষে যায়নি সেই সিদ্ধান্ত।

19:10 (IST)22 Jun 19





















রান তাড়া করতে নামলেন গুলবদিনরা

আফগান বোলারার যে এভাবে আজ ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে পারে, তা ইন্ডিয়ার কোনও সমর্থকই কল্পনা করতে পারেননি। মাত্র ২২৪ রান ভারতের ইনিংস শেষ হয়েছে। প্রচুর রানেরই আশা ছিল। কিন্তু ভারতের বোলারদের পক্ষেও সম্ভব আফগানদের বেঁধে দেওয়ার। হজরতুল্লাহ জাজাই আর আফগান অধিনায়ক গুলবদিন নবি টুর্নামেন্টের প্রথম জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমেছেন। দু ওভার খেলে ফেললেন তাঁরা। স্কোরবোর্ডে তুললেন ৬ রান। মহম্মদ শামি আর জসপ্রীত বুমরার ওপেনিং স্পেলে ভরসা কোহলির।

18:33 (IST)22 Jun 19





















ভারতের ২২৪

৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত স্কোরবোর্ডে তুলল মাত্র ২২৪। দারুণ বোলিংয়ে আফগানিস্তান এদিন সারাক্ষণ চাপে রাখল ভারতীয় ব্যাটসম্যানদের। কোহলি, কেদার যাদব বাদে কেউ-ই হাফসেঞ্চুরির গণ্ডিও পেরোতে পারেনি। শেষদিকে, কেদার হাফসেঞ্চুরি করে আউট হয়ে যান। শেষ ওভারের তৃতীয় বলেও প্যাভিলিয়নে ফেরেন মহম্মদ সামি।

18:27 (IST)22 Jun 19





















হার্দিক গন

হার্দিকও পারলেন না। আফতাব আলম ফেরালেন ভারতের পাওয়ার হিটারকে। হার্দিকের আউটের সঙ্গেই সম্ভবত ভারতের আড়াইশো-র টার্গেটও যে দিতে পারবে না, তা একপ্রকার নিশ্চিত।

18:05 (IST)22 Jun 19





















আউট ধোনি

৪৫ ওভার খতম। তবে স্কোরবোর্ডে এখনও ২০০ রান উঠল না। ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৯৪। আউট হয়ে গেলেন ধোনিও। ৫২ বলে ২৮ রান করে আউট তিনি। রশিদ খানের বল ওড়াতে গিয়ে মিস করে স্ট্যাম্প আউট। ক্রিজের অন্যপ্রান্তে খেলছেন কেদার যাদব (৫০ বলে ৩২)। ২০০ পেরোতে ধোনিরা লাগিয়ে দিলেন ৪৫ ওভার। রান রেট সাড়ে চারেরও নিচে। ক্রিজে এলেন হার্দিক পাণ্ডিয়া। শেষ ৫ ওভার ভারত কত তোলে, সেটাই এখন দেখার।

17:36 (IST)22 Jun 19





















আপডেট

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচে টসে জিতল ক্যারিবিয়ানরা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। 

17:34 (IST)22 Jun 19





















সম্প্রীতির বার্তা

ভারত বনাম আফগানিস্তান ম্যাচে মৈত্রীর বার্তা আফগান সমর্থকের। 

17:33 (IST)22 Jun 19





















রানের গতি বাড়ছে না

কোনওভাবেই রানের গতি বাড়াতে পারছেন না ধোনিরা। ক্রিজে ধোনি (১৭) ও কেদার যাদব (১৪)। শেষ ৫ ওভারে ভারত তুলেছে মাত্র ১৬ রান। আফগানিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত আটকে যাচ্ছে। ৩৮ ওভার ভারত ১৬৩। ওভার পিছু রান রেট চারের একটু বেশি।

17:09 (IST)22 Jun 19





















স্বপ্নের উইকেট নবির

17:04 (IST)22 Jun 19





















কোহলির আউটে প্রবল সমস্যায় ভারত

বড় পার্টনারশিপ গড়তে পারছে না ভারতীয় ব্যাটসম্যানরা। এবার কাট করতে গিয়ে থার্ড ম্যানে আউট কোহলি। ৬৭ রানের মাথায় মহম্মদ নবির বলে রহমত শাহের হাতে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন ক্যাপ্টেন। স্কোরবোর্ডে দেড়শো রান ওঠেনি। তার আগেই চারজন টপ অর্ডারের ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেলেন। সমস্যায় ভারত। ধোনি, পাণ্ডিয়ারা কতদূর টানতে পারেন দলকে, সেটাই দেখার।

16:52 (IST)22 Jun 19





















কোহলি অ্যান্ড ধোনি

16:50 (IST)22 Jun 19





















ফের হাফসেঞ্চুরির পরে আউট

16:47 (IST)22 Jun 19





















আউট বিজয়শঙ্কর

রহমত শাহের বল টার্ন করেনি। এতেই ঠকে গেলেন বিজয়শঙ্কর। সুইপ করতে গিয়ে মিস করে লেগ বিফোর আউট তিনি। প্রথমে আম্পায়ার আউট দেননি। তবে ডিআরএস নিয়ে দেখা যায়, বল লেগ স্ট্যাম্পে আঘাত করছে। ২৯ রানেই ফিরে গেলেন তিনি। ভারত কিছুটা হলেও সমস্যায়। ২৬.১ বলে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১২২। কোহলি ৫৮ রানে ব্যাটিং করছেন। ধোনি এলেন ক্রিজে। 

16:34 (IST)22 Jun 19





















কোহলির হাফসেঞ্চুরি

16:30 (IST)22 Jun 19





















কোহলির হাফসেঞ্চুরি, ভারতও একশো

ওভার পিছু সাড়ে চারের-ও কমে রান তুলছেন কোহলিরা। রোহিত শর্মা, লোকেশ রাহুল ফিরে গিয়েছেন। কোহলি অবশ্য দলকে টানছেন। অর্ধশতরান করে দলকে ভরসা জোগাচ্ছেন তিনি। ৪৮ বলে এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ক্যাপ্টেন কোহলি। টাইট লেংথে বোলিং করছেন আফগান বোলাররা। ভারতের দলীয় স্কোরও একশো পেরোল। ২২.১ ওভারে ভারত একশো পেরোল। বিজয়শঙ্কর ব্যাট করছেন ১৭ রানে।

16:01 (IST)22 Jun 19





















জুটি হাফসেঞ্চুরিতেই শেষ

পার্টনারশিপে অর্ধশতরানের পরেই আউট লোকেশ রাহুল। 

16:00 (IST)22 Jun 19





















আউট লোকেশ

রোহিত যাওয়ার পর বেশিক্ষণ টিকলেন না লোকেশ রাহুল। ৫৩ বলে ৩০ রান করে আউট লোকেশ। মহম্মদ নবির বলে হজরতুল্লা জাজাইয়ের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে তিনি। ক্রিজে কোহলির (২৪ বলে ৩২) সঙ্গে ব্যাট করতে এলেন বিজয়শঙ্কর (১)। ১৫ ওভার শেষে ভারত ৬৬।

15:43 (IST)22 Jun 19





















খেলা ধরেছেন বিরাট

রোহিত আউট হওয়ার পরে ধীরে ধীরে খেলা ধরে নিয়েছেন লোকেশ রাহুল (২২) ও বিরাট কোহলি (২৬)। ১১ ওভার শেষে ভারত ৪৯। ১ উইকেটের বিনিময়ে। 

15:23 (IST)22 Jun 19





















রোহিতকে ফেরালেন মুজিব

15:19 (IST)22 Jun 19





















বোল্ড রোহিত

শুরুতে স্পিনের সামনে কিছুটা অস্বস্তিতেই ছিলেন রোহিত শর্মা। সেই স্পিন অস্ত্রেই আফগানরা হিট-ম্যানকে ঘায়েল করল। ১০ বলে ব্যক্তিগত ১ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ভারত বেশ শ্লথ গতিতে ব্যাটিং করছে। ৫ ওভার শেষে ভারত ৯ রান। ক্রিজে এলেন বিরাট কোহলি। 

15:09 (IST)22 Jun 19





















স্পিন অস্ত্র আফগানদের

পেস নয়। ভারতের ব্যাটিংয়ে ভাঙন ধরাতে স্পিন অস্ত্রকেই হাতিয়ার করছে আফগানিস্তান। প্রথম ওভারেই সেইজন্য রোহিত শর্মা, লোকেশ রাহুলদের বিরুদ্ধে বল হাতে দেখা গেল মুজিব উর রহমানকে। শুরুতে অবশ্য ভারত বেশ সতর্কই থাকছে। ২ ওভার শেষে বিনা উইকেট ভারত ৬ রান।

14:49 (IST)22 Jun 19





















ধোনি-ক্রেজ

14:42 (IST)22 Jun 19





















ভারতীয় একাদশ

একটি পরিবর্তন বাদে ভারতের পাকিস্তান ম্যাচের একাদশই খেলছে। চোট পাওয়া ভুবনেশ্বরের স্থানে মহম্মদ সামি প্রথমবার বিশ্বকাপে অভিষেক ঘটাতে চলেছেন।

একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, বিজয়শঙ্কর, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা

14:37 (IST)22 Jun 19





















টস আপডেট

সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির। শুরুতে বড় রান করে আফগানিস্তানকে বিশাল রানের সামনে ফেলাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

শুক্রবার টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আড়াইশো-র আগে আউট হয়ে গেলেও, পরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে। লাসিথ মালিঙ্গা বল হাতে ভাঙন ধরান ইংরেজদের।
India vs Afghanistan india vs afghanistan live score Cricket World Cup India vs Afghanistan Live Cricket Score
Advertisment