Ishan Kishan Out, T20 Squad: আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে দল ঘোষণা যখন হচ্ছিল বোর্ডের (BCCI) তরফে, সেই সময় ঈশান কিষান (Ishan Kishan) ছিলেন বরোদায়। অনুশীলন করছিলেন মুম্বই ইন্ডিয়ান্স-এর (Mumbai Indians) নতুন নেতা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে। টি২০ স্কোয়াডে তাঁকে বাইরে রাখার পরেই যাবতীয় আলোচনা শুরু হয়ে যায় তৎক্ষণাৎ। তাঁর সঙ্গে টিম ম্যানেজমেন্টের সম্পর্কে ফাটল ধরার ঘটনা চাওর হয়ে যায়।
গোটা ঘটনা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে, মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ছুটি চেয়ে বসায়। ঈশান কিষানের ঘনিষ্ঠ বৃত্তের অনেকেরই বক্তব্য, মাসের পর মাস রিজার্ভ বেঞ্চে বসে থাকতে থাকতে একজন ক্রিকেটারকে যে হতাশা গ্রাস করে সেই বিষয়ে মোটেই সংবেদনশীল হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, টিম ম্যানেজমেন্টের ধারণা ঈশান কিষান নিজের বাদ পড়া মোটেই ভালোভাবে নিতে পারছিলেন না। পরিণতিবোধের অভাব দেখা গিয়েছে।
আরও পড়ুন: আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি
গোটা ঘটনার সঙ্গে সম্পর্কিত একাধিক বিষয়ে তথ্যানুসন্ধান করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, মাসের পর মাস সাইডলাইনে থাকার সময়েও ঈশান কিষানকে সামান্য সময়ের জন্যও ছুটি দেওয়া হয়নি জাতীয় দল থেকে। এই বিষয়েই অসন্তুষ্ট ছিলেন তারকা। জানা যাচ্ছে, ঈশান বিশ্বকাপের ঠিক পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে তাঁর নাম অনুরোধ গ্রাহ্য করেনি টিম ম্যানেজমেন্ট। অজিদের বিরুদ্ধে প্ৰথম তিন ম্যাচে ঈশান খেললেও শেষ দুই ম্যাচে রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছিল। তবুও ছুটি মঞ্জুর হয়নি।
আরও পড়ুন- ফ্রিতেই দেখা যাবে ভারত-আফগানিস্তান ব্লকবাস্টার টি২০ সিরিজ! কবে-কোথায়, জানুন বিস্তারিত
এরপরে ঈশান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ফরম্যাট থেকে ছুটি চান। টেস্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। সেই সময়েও ঈশানের ছুটির আবেদন কর্ণপাত করেনি টিম ম্যানেজমেন্ট। এরপরে ঈশান টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পরেই দেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। এরপরেই ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে।
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "দীর্ঘদিন বেঞ্চে বসে থাকার জন্য মানসিক অবসাদে ভোগার কথা ও টিম ম্যানেজমেন্টকে জানায়। পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলে ছুটি চেয়ে বসে ও। তবে ছুটি নিয়েই ওঁকে দুবাইয়ে পার্টি করতে দেখা যায়।" পাল্টা ঈশানের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, "কোনও ক্রিকেটারকে ছুটি দেওয়ার পর সে কীভাবে সময় কাটাচ্ছে, সেটা কেন বিচার্য হবে? ক্রমাগত এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াত সহ রিজার্ভে বসে থাকার যে মানসিক ক্লান্তি, তাতেই ভুগছিলেন ঈশান। আর দুবাইয়ে ও ভাইয়ের জন্মদিনের পার্টিতে ছিল।"
জানা যাচ্ছে, আফগানিস্তান সিরিজে খেলতে চেয়েছিলেন। তবে ওপেনার রুতুরাজ গায়কোয়াড চোটের কারণে না থাকলেও ঈশানকে ভাবা হয়নি। সীমিত যে সুযোগ পেয়েছেন, তাতে প্রভাব ফেলার মত পারফরম্যান্স করলেও ঈশানকে আপাতত সমস্ত ফরম্যাট থেকেই সরিয়ে ফেলা হয়েছে। বলা হয়েছে রঞ্জিতে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিতে।
আরও পড়ুন- কেরিয়ার ধ্বংস করার হুমকি দেন স্বয়ং মোদি! প্রাক্তন সুপারস্টারের এক স্বীকারোক্তিতেই ঝড়
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ঈশানকে ডাকা হবে কিনা, স্পষ্ট নয়। কেএল রাহুল উইকেটকিপার হিসাবে ভালো খেললেও দেশের মাঠে ঘূর্ণি পিচে অশ্বিন, জাদেজা, অক্ষর প্যাটেলদের বিপক্ষে স্পেশ্যালিস্ট উইকেটকিপারের প্রয়োজন।
ঘটনা হল, ঈশানের মানসিক স্বাস্থ্য নিয়ে বোর্ড এতটা খবর রেখেছিল কিনা, স্পষ্ট নয়। জাতীয় দলের বাকি সতীর্থদের মতই ঈশান ১২ মাস টানা ক্রিকেটের মধ্যে ছিলেন। এর মধ্যে ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপের মত ইভেন্টও খেলতে হয়েছে তাঁকে। প্ৰথম একাদশে ঢোকার জন্য যে নিরন্তর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়, তাতে ঈশান মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েছেন, এমনটাই জানা যাচ্ছে।
টি২০ ওয়ার্ল্ড কাপের আগে আফগানিস্তান সিরিজজ ভারতের শেষ টি২০ সিরিজ। দলের কম্বিনেশন ঠিক করে নেওয়ার এটাই শেষ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। এমন গুরুত্বপূর্ণ সিরিজে কেন ঈশান কিষান দলে নেই, তা নিজেদের প্রেস বিবৃতিতে স্পষ্ট করে জানায়নি বিসিসিআই। এবারই শুধু নয়, এর আগেও ঈশান বাদ পড়ায় বিতর্কের জন্ম হয়েছে। ২০২২-এই ডিসেম্বরে ঈশান কিষান বাংলাদেশের বিপক্ষে ২১৩ করায় ভাবা হয়েছিল রোহিত শর্মার ওপেনিং জুটি হিসাবে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে ফেলেছেন ঈশান কিষান। তবে আশ্চর্যের ব্যাপার হল বাংলাদেশ সফরের পরেই এশিয়া কাপে রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে নামিয়ে দেওয়া হয় শুভমান গিলকে। ব্যাক আপ অপশনে ঠেলে দেওয়া হয় ঈশান কিষানকে।
ওয়ার্ল্ড কাপের আগে কেএল রাহুল চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। সেই সময় ঈশান নিয়মিত টিম ইন্ডিয়ার জার্সিতে পারফর্ম করে গিয়েছেন। তবে কেএল রাহুল পুরো ফিট হতেই ফের বাদ পড়তে হয়েছে তাঁকে। ঋষভ পন্থের মত তিনিও বাঁ হাতি ব্যাটার। ঋষভ পন্থ ক্রিকেটে বাইরে থাকার সময়ও জাতীয় টি২০ দলে জায়গা পাকা হয়নি ঈশানের। বরং টি২০ ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাট করার জন্য নামিয়ে দেওয়া হয়েছে জিতেশ শর্মা, সঞ্জু স্যামসনদের। টেস্টে ভাবা হচ্ছিল, পন্থের অনুপস্থিতিতে কেএস ভরত নয়, তিনিই হবেন ফার্স্ট চয়েস। তবে সেখানেও কেএল রাহুলকে গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা গিয়েছে।
টানা ব্রাত্য থাকতে হলেও ঈশান রয়ে গিয়েছেন জাতীয় দলে। এই জন্য ঝড়খন্ডি তারকার প্রশংসাও করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলে দিয়েছিলেন, "আমরা ত্রিনিদাদ এবং টোব্যাগোয় নৈশভোজ সারছিলাম। ঈশানকে দেখলাম রঙচঙে পোশাক, শর্টস, গলায় সোনার চেন পরে আমাদের কাছে এল। ওঁর জন্মদিন ছিল। ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই সকলে। পাঁচটা টেবিল ছিল রেস্টুরেন্টে। প্রত্যেক টেবিলে টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ছিল। বিল মেটানোর সময় রেস্তোরাঁর কর্মীরা জানালেন, ঈশান আগেই বিল মিটিয়ে দিয়েছে। এখনকার দিনে, ওঁর মত নিঃস্বার্থ ছেলে পাওয়া বিরল।"