Advertisment

কোহলি-স্মিথদের ম্যাচ শুরুর আগেই বিপত্তি! আশঙ্কায় অন্য ফ্যাক্টর

শেষবার ভারত সফরে এসে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল। তা-ও আবার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া। এবার গতবারের সিরিজের বদলার লড়াই কোহলির সামনে।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Australia

বৃষ্টি-রোদের আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা (টুইটার)

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাচ্ছে হাড্ডাহাড্ডি ভারত-আস্ট্রেলিয়া ম্যাচ। প্রথম ওয়ান ডে খেলা হচ্ছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুরন্ত ম্যাচের জন্য মুখিয়ে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সমর্থকরাও উন্মুখ। তবে এই খেলায় ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। আবহাওয়ার পূর্বাভাসে সরাসরি বৃষ্টিপাতের কথা না জানানো হলেও বলা হয়েছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি জোরে হাওয়াও বইবে।

Advertisment

অ্যাকুওয়েদার অনুযায়ী আবার সমর্থকরা বেশ আশাবাদী হতে পারেন। সেখানে বলা হয়েছে, ঝলমলে রোদ উঠবে। বৃষ্টিপাতের কোনও সম্ভবনাই নেই। তাপমাত্রা ২০ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকবে। আর্দ্রতা থাকবে ৬৫ শতাংশের কাছাকাছি।

আরও পড়ুন হাড্ডাহাড্ডি ভারত-অস্ট্রেলিয়া! কখন, কোথায়, কীভাবে দেখবেন, জানুন

শেষবার ভারত সফরে এসে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল। তা-ও আবার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া। এবার গতবারের সিরিজের বদলার লড়াই কোহলির সামনে। এবার অবশ্য অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল নিয়েই ভারতের মোকাবিলা করতে এসেছে। থাকছেন না কেবল গ্লেন ম্যাক্সওয়েল। যিদি মানসিক অবসাদের কারণে বিরতি নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

এবার অস্ট্রেলিয়ার চমক হতে পারেন লাবুশানে। যিনি ব্যাট হাতে তুখোড় ফর্ম রয়েছেন। টেস্টে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে লাবুশানেকে অন্তর্ভূক্ত করে নেওয়া হয়েছে ওয়ান স্কোয়াডেও। টেস্টের দুরন্ত ফর্ম লাবুশানে ওয়ানডেতেও ধরে রাখতে পারেন কিনা, সেটাও আপাতত দেখার।

আরও পড়ুন আজ মুম্বইয়ে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, কার ওপর থাকছে নজর?

পিচ রিপোর্ট- শেষবার ভারত ওয়াংখেড়ের এই পিচে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচে। সেই ম্যাচে প্রথমে ভারত ব্যাটিং করে ২৪০ করেছিল। এর অর্থ পাটা ব্যাটিং পিচই থাকছে। রানের বন্যা বওয়ার অপেক্ষা। তবে জানুয়ারির ওয়ান ডে-তে শিশিরের প্রভাব থাকবে। টসে জেতার পর দুই দলের অধিনায়করাই যা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন।

ভারতের স্কোয়াড- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল

অস্ট্রেলিয়ার স্কোয়াড- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারে, ডার্শি শর্ট, অ্যাস্টন টার্নার, জোশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগার, পিটার হ্যান্ডসকম্ব

Read the article in ENGLISH

Cricket Australia Weather Report
Advertisment