Ind vs Aus Live Cricket Score, 1st T20I: বৃষ্টিই ভিলেন, বাতিল হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ

India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা বুধবার (২৯ অক্টোবর) খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটি ক্যানবেরার মানুকা ওভালে আয়োজন করা হচ্ছে।

India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা বুধবার (২৯ অক্টোবর) খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটি ক্যানবেরার মানুকা ওভালে আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia 1st T20I Live

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ

India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা বুধবার (২৯ অক্টোবর) খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্য়াচটি ক্যানবেরার মানুকা ওভালে আয়োজন করা হচ্ছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় টি-২০ দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। অভিষেক শর্মা ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। পাশাপাশি তিলক বর্মাও যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন।

Advertisment

IND vs AUS 1st T20I Weather Update: বৃষ্টিই বিগড়ে দেবে যাবতীয় 'খেল'! ভেস্তে যাবে প্রথম টি-২০ ম্য়াচ?

ওয়ানডে সিরিজের বদলা নিতে চায় ভারত

অন্যদিকে, জসপ্রীত বুমরাহের প্রত্যাবর্তনে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ আরও শক্তিশালী হল। ইতিপূর্বে, ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল। এই বদলা তারা টি-২০ সিরিজে নিতে চাইবে। তবে ক্যাঙারুদের দেশে এই টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার পক্ষে অতটাও সহজ হবে না।

Advertisment
  • Oct 29, 2025 16:35 IST

    IND vs AUS 1st T20I: বাতিল হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ

    IND vs AUS 1st T20I: টানা বৃষ্টিপাতের কারণে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত প্রথম টি-২০ ম্য়াচ বাতিল হয়ে গেল। সমর্থকরা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।



  • Oct 29, 2025 16:19 IST

    IND vs AUS 1st T20I: মাঠ ছাড়তে শুরু করেছেন দর্শকেরা

    IND vs AUS 1st T20I: দর্শকেরা ইতিমধ্যে মাঠ ছাড়তে শুরু করে দিয়েছেন। এই ম্য়াচ ফের শুরু হবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। যদিও আশার উপর গোটা দুনিয়া দাঁড়িয়ে রয়েছে। মিরাকল হতেই পারে। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করুন।



  • Oct 29, 2025 16:17 IST

    IND vs AUS 1st T20I: ফের বৃষ্টিতে বন্ধ ম্যাচ

    IND vs AUS 1st T20I: ক্যানবেরায় আবারও নামল ঝমঝমিয়ে বৃষ্টি। সেকারণে ম্য়াচ আবারও বন্ধ করতে হল। ড্রেসিংরুমে ফিরে গেলেন সূর্যকুমার যাদব এবং শুভমান গিল। টিম ইন্ডিয়া ১ উইকেট হারিয়ে ৯৭ রান করেছে।



  • Oct 29, 2025 15:20 IST

    IND vs AUS 1st T20I: ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭০-১

    IND vs AUS 1st T20I: ৮ ওভারের খেলা ইতিমধ্যে হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছে। সূর্যকুমার যাদব ২১ এবং শুভমান গিল ২৯ রানে ব্যাট করছেন।



  • Oct 29, 2025 15:09 IST

    IND vs AUS 1st T20I: টিম ইন্ডিয়ার স্কোর ৫০ টপকে গেল

    IND vs AUS 1st T20I: শুভমান গিলের ব্যাট থেকে বাউন্ডারি বেরিয়ে আসতেই টিম ইন্ডিয়ার স্কোর ৫০ টপকে গেল। গিল এবং সূর্য দুজনকেই আপাতত দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে।



  • Oct 29, 2025 15:07 IST

    IND vs AUS 1st T20I: থেমেছে বৃষ্টি, ফের শুরু হল ম্যাচ

    IND vs AUS 1st T20I: বৃষ্টি থামতে না থামতেই আবারও শুরু হল খেলা। সূর্যকুমার এবং শুভমান গিল জুটি আবারও মাঠে নামছে।



  • Oct 29, 2025 14:53 IST

    IND vs AUS 1st T20I: ১৮ ওভার করে হবে এবার খেলা

    IND vs AUS 1st T20I: বৃষ্টির কারণে কমে গেল এই ম্য়াচের ওভার সংখ্যা। এবার দুটো দলই ১৮ ওভার করে খেলবে। তিন বোলারই ৪ ওভারের স্পেল করতে পারবেন। ২ বোলার করতে পারবেন তিন ওভার করে।



  • Oct 29, 2025 14:24 IST

    IND vs AUS 1st T20I: বৃষ্টির কারণে বন্ধ খেলা

    IND vs AUS 1st T20I: ক্যানবেরায় আচমকা আবহাওয়ার ভোলবদল হয়ে গিয়েছে। আপাতত মাঠে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেকারণে কার্যত বাধ্য হয়েই ম্যাচ থামাতে হয়েছে। গোটা মাঠ কভারে ঢেকে ফেলা হয়েছে। ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন।



  • Oct 29, 2025 14:12 IST

    IND vs AUS 1st T20I: ঝড় তুলেও আউট অভিষেক

    IND vs AUS 1st T20I: টিম ইন্ডিয়াকে বড়সড় ধাক্কা দিলেন নাথান এলিস। ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন অভিষেক শর্মা। ৩৫ রানে টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন হল।



  • Oct 29, 2025 14:10 IST

    IND vs AUS 1st T20I: ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২৬-০

    IND vs AUS 1st T20I: ৩ ওভার শেষে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ২৬ রান করে ফেলেছে। অভিষেক শর্মা ইতিমধ্যে উইকেটে সেট হয়ে গিয়েছেন। ১৯ রানে আপাতত তিনি ব্যাট করছেন। অ্যাঙ্করের ভূমিকা পালন করছেন শুভমান।



  • Oct 29, 2025 14:08 IST

    IND vs AUS 1st T20I: ব্যাটিং ধামাকা অভিষেকের

    IND vs AUS 1st T20I: ক্যানবেরায় আপাতত অভিষেক শর্মার ব্যাটিং গর্জন শুরু হয়েছে। দ্বিতীয় ওভার সবেমাত্র শুরু হয়েছে। ইতিমধ্যে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন অভিষেক।



  • Oct 29, 2025 13:59 IST

    IND vs AUS 1st T20I: খেলতে পারবেন না নীতীশ রেড্ডি

    IND vs AUS 1st T20I: প্রথম তিনটে টি-২০ ম্য়াচে চোটের কারণে নীতীশ কুমার রেড্ডি খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সিরিজ শুরু হওয়ার আগে এটা টিম ইন্ডিয়ার কাছে একটা বড়সড় ধাক্কা।



  • Oct 29, 2025 13:26 IST

    IND vs AUS 1st T20I: ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ

    IND vs AUS 1st T20I: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।



  • Oct 29, 2025 13:24 IST

    IND vs AUS 1st T20I: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশ

    IND vs AUS 1st T20I: ট্রাভিস হেড, মিচেল মার্শ, জস ইংলিশ, টিম ডেভিড, মিচেল আওয়েন, মার্কাস স্টোয়েনিস, জস ফিলিপ, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, ম্যাথিউ কুহেনম্য়ান, জস হ্যাজেলউড।



  • Oct 29, 2025 13:17 IST

    IND vs AUS 1st T20I: টস আপডেট

    IND vs AUS 1st T20I: ঠিক বেলা ১টা ১৫ মিনিটে টস করতে এলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ। সঞ্চালকের ভূমিকায় রয়েছেন রবি শাস্ত্রী। টসে জিতল অস্ট্রেলিয়া। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল।



  • Oct 29, 2025 13:13 IST

    IND vs AUS 1st T20I: ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড রেকর্ড

    IND vs AUS 1st T20I: ক্রিকেটের সবথেকে ছোট ফরম্য়াটে ভারত এবং অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত একে-অপরের বিরুদ্ধে মোট ৩০ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ২০ বার জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর ১১ ম্য়াচে অস্ট্রেলিয়া বাজিমাত করেছে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলের পাল্লা অনেকটাই ভারী রয়েছে।



  • Oct 29, 2025 13:10 IST

    IND vs AUS 1st T20I: কখন-কোথায় দেখবেন প্রথম টি-২০ ম্য়াচ?

    IND vs AUS 1st T20I: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্য়াচ ক্যানবেরায় আয়োজন করা হবে। এই ম্যাচটি ভারতীয় সময় অনুসারে বেলা পৌনে ২টো থেকে শুরু হবে। আর টস হবে বেলা সওয়া ১টায়।



India vs Australia Suryakumar Yadav