/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-2-2025-10-26-23-28-37.jpg)
বৃষ্টিতে ভেস্তে যাবে প্রথম টি-২০ ম্য়াচ, উঠছে প্রশ্ন
India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্য়াচটি ক্যানবেরায় আয়োজন করা হচ্ছে। দুটো দলের মধ্যে মোট ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। ভারত এবং অস্ট্রেলিয়ার ব্যাটাররা এই সিরিজে যে চার-ছক্কার বন্যা বইয়ে দেবেন, তা আশা করা যেতেই পারে। ওয়ানডে সিরিজ চলাকালীন বৃষ্টির (Rain Forecast) চোখরাঙানি দেখতে পাওয়া গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, এই একই কারণে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটাও হয়ত বাতিল হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের (Weather Update) পক্ষ থেকে একটা বড়সড় আপডেট এসেছে। সমর্থকরা এই খবর শুনে বেশ খুশিই হবেন।
IND vs AUS 1st T20I Playing XI: কেমন হবে ভারতের প্রথম একাদশ? থাকতে পারে এই 'বিশেষ' চমক!
প্রথম টি-২০ ম্য়াচে কেমন থাকবে আবহাওয়া?
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্য়াচটি ক্যানবেরায় খেলা হবে। আবহাওয়া পূর্বাভাসের কথা যদি বলতে হয়, তাহলে গোটা দিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা বেজে ১৫ মিনিটে এই ম্য়াচ শুরু হবে। সকালবেলা থেকে ৬০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আকাশ ৮৯ শতাংশ মেঘে ঢাকা থাকবে। অন্যদিকে, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ হবে। বলতে গেলে, গোটা ম্য়াচ জুড়েই কমবেশি বৃষ্টির আশঙ্কা থাকবে। কিন্তু, ম্য়াচ হয়ত বাতিল হবে না।
প্রথম টি-২০ ম্য়াচে ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল. সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (কিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
IND vs AUS T20I Series Timing: বদলে গেল যাবতীয় সময়, কখন থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ?
প্রথম টি-২০ ম্য়াচে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জস ইংলিশ (কিপার), মার্কাস স্টোয়েনিস, টিম ডেভিড, মিচেল আওয়েন, জস ফিলিপ, নাথান এলিস, জেভিয়ার বার্টলেট, ম্যাথিউ কুহেনম্য়ান, জস হ্যাজেলউড।
Ind vs Aus Highlights Cricket Score, 3rd ODI: সিরিজ হারল ভারত, হৃদয় জিতল রো-কো জুটি
কোন ভারতীয় ক্রিকেটারদের উপর থাকবে নজর?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচে অভিষেক শর্মা এবং তিলক বর্মার উপর আলাদা করে নজর থাকবে। আইসিসি-র টি-২০ ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে দুজনেই আপাতত রাজত্ব করছেন। জস হ্যাজেলউডকে তাঁরা কীভাবে মোকাবিলা করেন, সেটাই আপাতত দেখার। ওয়ানডে সিরিজে শুভমান গিল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। এই পরিস্থিতিতে সকলেই আশা করছেন, টি-২০ সিরিজে হয়ত তিনি ঘুরে দাঁড়াবেন। ২০২৫ সালে ব্যাট হাতে সূর্যও সেভাবে নজর কাড়তে পারেননি। প্রথম ম্য়াচে তিনিও ভাল পারফরম্যান্স করতে চাইবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us