ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ইনিংস ব্রেকের সময়কার ঘটনা। ফিল্ডিং করতে সবে মাঠে নামছে ভারত। তখন আচমকাই সাদা টি-শার্ট পরা এক ফ্যান ধোনির কাছে চলে আসেন। তার টি-শার্টের পিছনে ধোনির জার্সি নম্বর সাতের সঙ্গেই লেখা ‘থালা’। ধোনি তাঁকে দেখে প্রথমে রোহিত শর্মার পিছনে লুকিয়ে ছিলেন। এরপর ফ্যানকে দৌড় করান খানিকটা। তারপর উইকেটের পিছনে এসে ধোনি থামেন। ফ্যানকে জড়িয়ে ধরেন। ফ্যানও চেষ্টা করেছিলেন ধোনির পা ছুঁয়ে তাঁকে প্রণাম করার। প্রতিবেদনের সঙ্গে দেওয়া ভিডিওটি দেখলেই বিষয়টি আরও ভাল বুঝতে পারবেন। আর যখন এই ঘটনাটি ঘটছিল তখন ধারভাষ্য়কারের ভূমিকায় ছিলেন আকাশ চোপড়া। তিনি বললেন, “ধোনি কো পকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায় মেরে দোস্ত”।
Life time moment for that fan ????????#dhoni pic.twitter.com/oLeAT3sPhe
— Srinivas (@cnusantu) March 6, 2019
আরও পড়ুন: ধোনির কাণ্ড দেখলে ভারতীয় হিসেবে গর্বিত হবেন
এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে. মাহির জনপ্রিয়তা এখনও প্রশ্নাতীত। সারা দেশেই রয়েছেন তাঁর অগুণিত ফ্যানেরা। নাগপুরে যদিও ধোনি ব্যাট হাতে নিজের ছাপ রাখতে পারেননি। প্রথম বলেই আউট হয়ে যান তিনি। কিন্তু উইকেটের পিছনে নিজের ক্ষীপ্রতা বুঝিয়েছেন। দু’টি ক্যাচ নিয়েছেন তিনি। শন মার্শ ও প্যাট কামিন্স তাঁর হাতেই ধরা পড়েন।