লোকেশ রাহুলের ব্যাড প্যাচ অব্যাহত। টিম ইন্ডিয়ার টেস্ট ওপেনার পার্থ টেস্টের প্রথম ইনিংসে দু’রানে বোল্ড হয়েছিলেন। সোমবার দ্বিতীয় ইনংসেও ক্লিন বোল্ড হলেন তিনি। যদিও এবার শূন্য রানে।
পার্থ টেস্ট জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা ভারত এদিন শুরুতেই উইকেট হারায়। মিচেল স্টার্কের প্রথম ওভারের চতুর্থ বলে ক্লিন বোল্ড হয়ে যান রাহুল। স্টার্কের লেন্থ বল ডেলিভারিতে দোটানায় পড়ে যান ম্যাঙ্গালোরের বছর ছাব্বিশের যুবক। খেলবেন না ছাড়বেন বুঝে উঠতেই স্টার্কের বল তাঁর উইকেট নিয়ে বেরিয়ে যায়। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে বোল্ড হওয়ায় প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্করের রেকর্ড স্পর্শ করলেন রাহুল।
আরও পড়ুন: আউট হওয়ার নিত্যনতুন রাস্তা খুঁজে পাচ্ছেন রাহুল, দলেরই একজন বললেন এই কথা
এই নিয়ে রাহুল ১১টি টেস্ট ইনিংসে সাতবার বোল্ড হলেন। রাহুল ও গাভাস্কর দু’জনেই সর্বোচ্চ এক টেস্টের দুই ইনিংসে তিনবার বোল্ড হয়েছেন। গাভাস্কর তাঁর ১২৫টি টেস্ট ম্যাচের কেরিয়ারে এই অনভিপ্রেত রেকর্ড করেছেন। কিন্তু রাহুল মাত্র ৩৩টি টেস্টেই এই নজির গড়েছেন। চলতি বছর রাহুল ২২টি ইনিংসে ৪৬৮ রান করেছেন। ২২.২৮-এর গড় তাঁর। এ বছর রাহুলের সেরা ইনিংস বলতে দু’টি আফগানিস্তানের বিরুদ্ধে ৪৯ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ১৪৯। পার্থ টেস্টে রাহুলের পারফরম্যান্স দেখার পর নির্বাচকরা তাঁকে ভবিষ্য়তে টেস্টের জন্য ফের ভাববেন কি না, তা নিয়ে এখনই সন্দিহান ক্রিকেটমহলের একাংশ। রাহুলের টেস্ট কেরিয়ারে সাময়িক ছেদ পড়ার সম্ভাবনাই উজ্জ্বল।
অস্ট্রেলিয়ায় নামার আগে প্রস্তুতি ম্যাচেও রাহুল ডাঁহা ব্যর্থ হন। যা দেখে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছিলেন, আউট হওয়ার নিত্যনতুন রাস্তা খুঁজে পাচ্ছেন রাহুল। ফর্মে ফিরতে রাহুলের প্রয়োজন একটা বড় রান। এমনটাই বলেছিলেন বাঙ্গার। কিন্তু বড় রানের মুখ দেখা আর হয়ে উঠছে না রাহুলের। বিদেশ সফরে দলের সিনিয়র এই খেলোয়াড়ের থেকে টিমের প্রত্যাশা অনেকটাই। সেখানে রাহুল প্রতিদিনই প্রায় ব্যর্থ হচ্ছেন।