Advertisment

পূজারার রেকর্ডে ৪৪৩ রানে থামল ভারতের প্রথম ইনিংস

মেলবোর্নে চালকের আসনে ভারত। স্কোরবোর্ডে বেশ বড় রান। কোহলি অ্যান্ড কোং প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৪৪৩ তুলে ডিক্লেয়ার করে। বৃহস্পতিবার ফের একবার নিজের জাত চেনালেন চেতেশ্বর পূজারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Cheteshwar Pujara surpasses Sourav Ganguly

শতরানের পর পূজারার সেলিব্রেশন (ছবি টুইটার/বিসিসিআই)

মেলবোর্নে চালকের আসনে ভারত। স্কোরবোর্ডে বেশ বড় রান। কোহলি অ্যান্ড কোং প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৪৪৩ তুলে ডিক্লেয়ার করল। বৃহস্পতিবার ফের একবার নিজের জাত চেনালেন চেতেশ্বর পূজারা। কেরিয়ারের ১৭ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন তিনি। টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। ছুঁয়ে ফেললেন ভিভিএস লক্ষ্মণকে। পূজারার ব্যাটে একটা দারুণ মঞ্চ পেল ভারত।

Advertisment

মেলবোর্নে ২৮০ বল খেলে শতরান পেলেন পূজারা। সৌরাষ্ট্রের ডাণ হাতি ব্যাটসম্যান ১০টি চারে নিজের ইনিংস সাজিয়েছেন। এদিন ন্যাথাল লিঁয়র বলে মাপা অফ-ড্রাইভে চার হাকিয়ে সেঞ্চুরি পান পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। অ্যাডিলেডেও সেঞ্চুরি পান পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারার এটা চতুর্থ টেস্ট সেঞ্চুরি। সবচেয়ে স্লথগতিতে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকবেন পূজারা। ১৯৯২ সালে রবি শাস্ত্রী সিডনিতে সেঞ্চুরি করেছিলেন ৩০৭ বলে। ১৯৮৫-তে সুনীল গাভাস্কর ২৮৬ বলে সেঞ্চুরি পান অ্যাডিলেডে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকেই ইতিহাস ময়ঙ্কের, ভাল অবস্থায় বিরাটরা

এদিন পূজারা পিছনে ফেলে দেন সৌরভকে। দেশের প্রাক্তন অধিনায়কের ঝুলিতে রয়েছে ১৬টি টেস্ট সেঞ্চুরি। ভিভিএস লক্ষ্মণ করেছেন ১৭টি টেস্ট শতরান। বক্সিং-ডে টেস্টে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পূজারা শতরান করলেন। পূজারার আগে রয়েছেন শচীন তেন্ডুলকর (১৯৯৬), বীরেন্দ্র শেহওয়াগ (২০০৩), বিরাট কোহলি (২০১৪) ও অজিঙ্ক রাহানে (২০১৪)। একই সঙ্গে পূজারার বিদেশের মাটিতে ২০০০ টেস্ট রান করা হয়ে গেল। এদিন অসম্ভব ধৈর্য্য আর সংযমের পরিচয় দিয়েই নিজের কাঙ্খিত সেঞ্চুরিটা পান পূজারা। ২০১৭-র জানুয়ারির পর থেকে পূজারাই একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ৪০০০ বল খেললেন। এদিন পূজারা ৩১৯ বল খেলে ১০৬ রানে থামলেন। প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান তিনি।

এদিন ২১৫ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমেছিল ভারত। গতকাল পূজারা ৬৮ ও কোহলি ৪৭ রানে অপরাজিত ছিলেন। পূজারা-কোহলির জুটি স্কোরবোর্ডে ১৭০ রান তোলেন। এদিন মাত্র ১৮ রানের জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে শতরান মাঠে রেখে আসতে হয়। মিচেল স্টার্কের বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ আউট হয়ে যান ৮২ রান করে। এরপর ক্রিজে আলেন অজিঙ্ক রাহানে। ৩৪ রানে আউট হয়ে যান তিনি। এরপর রোহিত শর্মা খেলার গতি বাড়ান। ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। ঋষভ পন্থ (৩৯) ও রবীন্দ্র জাদেজা (৪) আউট হওয়ার পর ভারত ইনিংস ডিক্লেয়ার করে দেয়। কোহলিরা সাত উইকেট হারিয়ে ৪৪৩ তুলল প্রথম ইনিংসে

Cricket Australia BCCI India
Advertisment