/indian-express-bangla/media/media_files/2024/12/15/GfUbgLI2dDxGCup6Kzbh.jpg)
Indian cricket coach hit on head during India vs Australia 3rd Test at Gabba: মাথায় চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার কোচ (টুইটার)
Coach Hit on Head during India vs Australia 3rd Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় ম্যাচে গাব্বায় মাথায় আঘাত লেগে পড়ে গেলেন ভারতীয় দলের কোচ। এই অঘটনে মুহূর্তে হইচই পড়ে যায়। আহত সহকারি কোচের কাছে ছুটে যান উপস্থিত সবাই।
ঘটনাটি ঘটেছে তৃতীয় টেস্টের ২য় দিনে অনুশীলনের সময়। ওই কোচের মাথায় আঘাত লেগেছে। শনিবার গাব্বার প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়। দ্বিতীয় দিন প্রস্তুতির অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ভারতের থ্রোডাউন বিশেষজ্ঞ কোচ নুয়ান সেনেভিরত্নে ফিল্ডিং ড্রিলের জন্য বল ছুড়ছিলেন।
শ্রীলঙ্কার এই প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার একটা বল ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তিনি দেখতে পাননি, অন্য একটা বল তাঁর দিকে আসছে। বলটা সরাসরি ওই কোচের মাথায় লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এদেখে উপস্থিত খেলোয়াড় ও ভারতীয় দলের অন্যান্য সাপোর্ট স্টাফরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরও পড়ুন: কুসংস্কারের ফাঁদে আউট লাবুশানে! উইকেট নীতিশের, নাম সিরাজের, দেখুন ব্লকবাস্টার ভিডিও
তাঁরা সেনেভিরত্নের দিকে ছুটে যান। ওই কোচ তখন মাথা চেপে ধরে মাটিতে শুয়ে ছিলেন। সাপোর্ট স্টাফরা তাঁকে পায়ে ভর দিয়ে উঠতে সাহায্য করেন। তাঁর মাথায় বরফ দেওয়া হয়। সেই বরফ মাথায় চেপে ধরা অবস্থাতে ওই কোচ মাঠের বাইরে চলে যান।
Drama ahead of Day 2 #AUSvIND at the Gabba with an Indian assistant coach being hit in the head during a fielding drill!
— Zane Bojack (@zanofc) December 14, 2024
He tried to catch a lobbed ball & a hard throw came in at the same time & smashed him in the side of the head.
Hope he’s okay? @abcsport at 10:30am AEDT pic.twitter.com/ybvZ2mTwJx
এছাড়া রবিবার তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শুরুটা খুব একটা খারাপ হয়নি। জসপ্রীত বুমরা ২ উইকেট নিয়েছেন। নীতীশকুমার রেড্ডি নিয়েছেন ১ উইকেট। ভারত আপাতত চার পেসার ব্যবহার করেছে। তার মধ্যে অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিও আছেন। তবে, তারই মধ্যে সিরাজ ব্যক্তিগত ১১ ওভারের মাথায় হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ওভার শেষ করতে পারেনি।
তাঁর হয়ে ওভার শেষ করেন বাংলার বোলার আকাশদীপ। বুমরা এদিনও দুর্দান্ত বল করেছেন। ওপেনার উসমান খাজাকে তিনি যে বলে আউট করেন, তা দেখে ধারাভাষ্যকার অ্যারন ফিঞ্চ বলেছেন, 'এই বলটার লেংথ এমনই ছিল, যে কীভাবে খেলা যায়, জানি না।'
এডিলেডে বুমরার ইনজুরি নিয়ে ভারতীয় দলে উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু, রবিবার দেখা গেল খাজাকে আউট করার কিছুক্ষণ পরেই আরেকটা দুর্দান্ত ডেলিভারিতে বুমরা ফিরিয়ে দিলেন অপর নৈশপ্রহরী নাথান ম্যাকসুইনিকে। যার ফলে, ৩৮ রান ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।