গতকালই দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। এদিন লাঞ্চের আগেই সাজঘরে ফিরে গেলেন অধিনায়ক রাহানে এবং চেতেশ্বর পূজারা। ফার্স্ট সেশনে ভারত স্কোরবোর্ডে ১৬১ রান তোলার ফাঁকেই ৪ উইকেট হারিয়েছে। ক্রিজে ব্যাটিং করছেন মায়াঙ্ক আগারওয়াল (৩৮) এবং ঋষভ পন্থ (৪)।
গতকাল অজিরা ৩৬৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নামে ভারত। শুভমান গিল আউট হয়ে গেলেও ভাল খেলছিলেন রোহিত শর্মা। তবে হাফসেঞ্চুরির আগেই লিয়নকে তুলে মারতে গিয়ে ডিপে ক্যাচ তুলে বিদায় নেন।
তৃতীয় সেশন বৃষ্টিতে ধুয়ে যায়। তাই একটা বলও খেলা হয়নি। তারপর ভারতীয় ইনিংসকে টানার দায়িত্ব ছিল পূজারা, রাহানের কাঁধে। রোহিত আউট হওয়ার পর দুজনে স্কোরবোর্ডে ৪৫ রান যোগ করেও ফেলেন। তবে হ্যাজেলউড এই জুটিতে ভাঙন ধরান। পিছনে পেইনের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান পূজারা (২৫)। এর কিছুক্ষণ পরেই স্টার্ক ফেরান রাহানেকে (৩৮)। পন্থ-আগারওয়াল জুটি ভারতকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন কিনা, সেটাই দেখার।
আরো পড়ুন: সানগ্লাস নিয়ে পন্থকে তীব্র অপমান ওয়ার্নের, বেনজির বিদ্রূপে টানলেন ধাওয়ানকেও
টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নটরাজন এবং নভদীপ সাইনি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন