/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/Er6CZ1qVkAAcFPY_copy_760x422.jpeg)
স্কোরবোর্ডে ২০০ রান তোলার ফাঁকেই ৬ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে ভারতীয় ব্যাটিংয়ে দারুণভাবে টানছেন শার্দুল ঠাকুর (৩৩) এবং ওয়াশিংটন সুন্দর (৩৮)। সপ্তম উইকেটের পার্টনারশিপে দুই টেল এন্ডার ইতিমধ্যেই ৬৭ রান যোগ করে ফেলেছেন। টি ব্রেকের বিরতিতে ভারত ২৫৩/৬। অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসে ভারত এখনো ১১৬ রানে পিছিয়ে।
গতকালই দুই ওপেনারকে হারিয়েছিল ভারত। এদিন লাঞ্চের আগেই সাজঘরে ফিরে যান অধিনায়ক রাহানে (৩৮) এবং চেতেশ্বর পূজারা (২৫)। ফার্স্ট সেশনে ভারত স্কোরবোর্ডে ১৬১ রান তোলার ফাঁকেই ৪ উইকেট হারিয়েছিল।
লাঞ্চের ব্রেকে ক্রিজে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল (৩৮) এবং ঋষভ পন্থ (২৩)। দ্বিতীয় সেশনে দুজনকেই আউট করেন হ্যাজেলউড। তারপরেই ভারতকে টানছেন শার্দুল এবং ওয়াশিংটন সুন্দর। দুই তারকা অজি ইনিংসের সঙ্গে ব্যবধান কত কমিয়ে আনতে পারেন সেটাই দেখার।
আরো পড়ুন: সানগ্লাস নিয়ে পন্থকে তীব্র অপমান ওয়ার্নের, বেনজির বিদ্রূপে টানলেন ধাওয়ানকেও
টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নটরাজন এবং নভদীপ সাইনি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন