বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দখলে আনার জন্য অজিদের টার্গেট একটাই, সিরিজ জয়। ব্রিসবেনে ভারতকে হারাতে না পারলে ট্রফি জেতা মুশকিল। গাব্বায় তাই ভারতকে হারানোর জন্যই দ্রুত রান তুলতে গিয়ে স্কোরবোর্ডে ১৪৯ রান তোলার ফাঁকে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট। লাঞ্চের আগে অস্ট্রেলীয়রা আপাতত ভারতের থেকে এগিয়ে ১৮২ রানে।
গতকাল ওয়াশিংটন সুন্দর-শার্দুল ঠাকুরের ঐতিহাসিক ১২৩ রানের পার্টনারশিপে প্রথম ইনিংসে অজিদের লিড অনেকটাই কমিয়ে এনেছিল। তারপর অজিদের লক্ষ্যই ছিল বাকি দু-দিনে যত দ্রুত রান করে ভারতকে অলআউট করা। ওয়ার্নার-মার্কাস হ্যারিস জুটি স্কোরবোর্ডে বিনা উইকেটে ২১ তুলে ফেলেছিল তৃতীয় দিনের শেষে। এদিন দুই অজি ওপেনার ভালই টানছিলেন দলকে। তবে পরপর দুই ওপেনারকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর। শার্দুলের বলে পন্থের হাতে ক্যাচ তুলে বিদায় নেন হ্যারিস (৩৮)। ওয়ার্নারকে হাফসেঞ্চুরির ঠিক আগে (৪৮) লেগ বিফোর করেন সুন্দর।
এরপর সিরাজ জোড়া ধাক্কা দেন মার্নাস লাবুশানে (২৫) এবং ওয়েডকে (০) আউট করে। ক্রিজে স্টিভ স্মিথের (২৮) সঙ্গে আপাতত ব্যাটিং করছেন ক্যামেরন গ্রিন (৪)।
আরো পড়ুন: ১ ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ডও রয়েছে শার্দুলের, ব্যাট হাতে তাণ্ডব চালাতে ওস্তাদ
টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নটরাজন এবং নভদীপ সাইনি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন