গাব্বায় দাদাগিরি ইন্ডিয়ার, দুরন্ত হাফসেঞ্চুরি গিলের

গাব্বায় চতুর্থ দিনের শেষে ভারতের টার্গেট ছিল ৩২৮ রান। মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর অজি ব্যাটিং লাইনআপকে ২৯৪ রানে গুটিয়ে দেন।

গাব্বায় চতুর্থ দিনের শেষে ভারতের টার্গেট ছিল ৩২৮ রান। মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর অজি ব্যাটিং লাইনআপকে ২৯৪ রানে গুটিয়ে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্রিসবেনে খলনায়ক হতে পারে বৃষ্টি। এমন আশঙ্কা ছিল। তবে সেই আশঙ্কাকে উড়িয়ে লাঞ্চের আগে পুরো খেলাই হল। রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারত প্রথম সেশনে তুলেছে ৮৩ রান। হাফসেঞ্চুরি করে ক্রিজে ব্যাটিং করছেন শুভমান গিল (৬৪)। সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা (৮)। দুজনে দ্বিতীয় উইকেটে তুলে ফেলেছেন ৬৫ রান। জয়ের জন্য বাকি দুই সেশনে ভারতকে তুলতে হবে ২৪৫ রান। হাতে পুরো ৯ উইকেট।

Advertisment

লক্ষ্যমাত্রা বিশাল, ৩২৮। এত রান তাড়া করে জেতার নজির গাব্বায় নেই। চতুর্থ ইনিংসে পিচের অবস্থাও ভালো নয়। এমন অবস্থায় জয় নয় সন্তর্পনে খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। এদিন দিনের শুরুতেই কামিন্সের বলে পেইনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রোহিত। রোহিত আউট হয়ে যাওয়ার পর পূজারাকে নামিয়ে কার্যত মন্থর ব্যাটিং তারই ইঙ্গিত দেয়।

ওভার পিছু বর্তমানে ভারতের রান রেট ২.১৮। বাকি দুই সেশন এখনো বাকি। টি২০-র মেজাজে ব্যাটিং করে ভারত জয়ের পিছনে ছুটবে নাকি ড্র করেই বর্ডার-গাভাসকার ট্রফি দখলে রাখার পথে হাঁটবে সেটাই দেখার।

Advertisment

আরো পড়ুন: অর্জুনকে ‘বার্তা’ পাঠালেন তরুণী ক্রিকেটার, খুশির দোলা তেন্ডুলকর পরিবারে

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI