Advertisment

ইতিহাস গড়ে গাব্বা গর্জন, সিরিজ জিতে অস্ট্রেলীয়দের দর্পচূর্ণ টিম রাহানের

গাব্বায় চতুর্থ দিনের শেষে ভারতের টার্গেট ছিল ৩২৮ রান। মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর অজি ব্যাটিং লাইনআপকে ২৯৪ রানে গুটিয়ে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চুরমার অস্ট্রেলীয়দের গাব্বা ঐতিহ্য। ক্যাঙ্গারুদের দর্পচুর্ণ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের ইতিহাসের সর্বকালের সেরা জয় পেল ভারত। প্রয়োজন ছিল ৩২৮ রান। ৭ উইকেট হারিয়ে সেই রান তুলে দিল ভারত। ব্রিসবেন টেস্ট জয় ৩ উইকেটে।

Advertisment

শুরু শুভমান গিলের ৯১ রানে। আর শেষ হল ঋষভ পন্থের দুরন্ত ৮৯ রানে। মাঝে ক্রিজে শিট অঙ্করের ভূমিকা পালন করে হাফসেঞ্চুরি করে গেলেন চেতেশ্বর পূজারা (৫৬)।

গাব্বায় প্রথম দুই সেশন দেখে জয়ের জন্য ঝাঁপাবে ভারত। এমনই টার্গেট ছিল। লাঞ্চের বিরতির আগে ভারত রোহিতকে হারিয়েছিল। এবার টি ব্রেকের আগে দ্বিতীয় সেশনে শত চেষ্টা করেও অজি বোলাররা টলাতে পারল না ভারতীয়দের। হ্যাজেলউড, কামিন্সরা একের পর এক শর্ট বল, বাউন্সার করে গিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের লক্ষ্য করে। তবে পূজারা, গিলদের থামাতে পারেননি। টি ব্রেকে ভারতের স্কোর ১৮৩/৩। মাঝে ভারত হারিয়েছিল কেবল গিল এবং ক্যাপ্টেন রাহানেকে।

শুভমান গিল যেভাবে খেলছিলেন তাতে গাব্বাতেই কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করে ফেলতে পারতেন তিনি। তবে ৯১ রানের মাথায় লিয়নের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে গিল পূজারার সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপে অজিদের জয়ের স্বপ্ন কার্যত মাটিতে মিশিয়ে দেন। তাঁর ইনিংস সাজানো ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারিতে।

তারপরে রাহানে-পূজারা দলের হাল ধরলেও বেশিক্ষণ টিকতে পারেনি এই জুটি। রাহানেকে (২৪) ফেরান কামিন্স। এরপরেই শুরু পন্থ ম্যাজিক। ইনিংসের শুরুতে সতর্ক থাকলেও পরে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোতে থাকেন তিনি। এবং ঐতিহাসিক জয় নিশ্চিত করেই সাজঘরে ফেরেন। তাঁর সঙ্গে শেষদিকে যোগ্য সঙ্গত করে যান ওয়াশিংটন সুন্দর (২২)।

আরো পড়ুন: অর্জুনকে ‘বার্তা’ পাঠালেন তরুণী ক্রিকেটার, খুশির দোলা তেন্ডুলকর পরিবারে

বল হাতে শার্দুল, সিরাজ এবং ব্যাট হাতে শুভমান, পন্থদের দাদাগিরি, তা-ও আবার ঐতিহাসিকভাবে অজি দূর্গ ব্রিসবেনে, ভারতের টেস্টের ইতিহাসে অন্যতম সেরা জয় হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে। তিন দশক ধরে ব্রিসবেনে অজি সাম্রাজ্য অটুট ছিল। তরুণ ভারতীয়দের হাত ধরে তা ধূলিসাৎ হয়ে গেল। ইতিহাস বোধহয় এভাবেই রচিত হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI
Advertisment