মার্নাস লাবুশানের সেঞ্চুরিতে ভর অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ২৭৪/৫। তৃতীয় সেশনে লাবুশানে এবং ওয়েডকে ফেরানোর পর ৬১ রানের জুটি বেঁধে অজিদের বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক টিম পেইন (৩৮) এবং ক্যামেরন গ্রিন (২৮)।
তার আগে অশ্বিন, বুমরাকে বাইরে রেখেই ব্রিসবেন টেস্টের দল সাজিয়েছিল ভারত। একেবারে জোড়া অভিষেক ঘটিয়ে দেওয়া হল টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দরকে। ভারতের প্রথম একাদশে প্রত্যাশা মতই চমক দেখা গেল। তৃতীয় টেস্টের পরেই তিন তারকা- বুমরা, অশ্বিন এবং বিহারী চোট পান। তারপরে প্রথম একাদশ নামানোই চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে ম্যাচের একদিন আগে নিয়ম মেনে প্রথম একাদশ ঘোষণা করতে পারেনি টিম ইন্ডিয়া।
দিনের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। ৪ বলে মাত্র ১ রান করে আউট তারকা ব্যাটসম্যান। কিছুক্ষণ পরেই শার্দুল ঠাকুর ফেরান পুকভস্কির জায়গায় সুযোগ পাওয়া মার্কাস হ্যারিসকে (২৩ বলে ৫)। ১৭/২ হয়ে যাওয়ার পর অজি ব্যাটিংকে টানছিলেন স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানে। তবে ৭০ রানের পার্টনারশিপে ভাঙন ধরান অভিষেক ঘটানো ওয়াশিংটন সুন্দর। ৭৭ বলে ৩৬ রান করে স্মিথ রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
তারপরে ওয়েডের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে ভারতকে যখন প্রায় নকআউট করে দেওয়ার পথে লাবুশানে। সেইসময় ম্যাজিক অভিষেক ঘটানো নটরাজনের। কয়েক ওভারের ব্যবধানে পরপর ফিরিয়ে দেন লাবুশানে (১০৮) এবং ওয়েডকে (৪৫)। জোড়া উইকেটের ধাক্কা সামাল দিয়ে শেষবেলায় অজিদের ভরসা দিয়ে যান পেইন-গ্রিন জুটি।
টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নটরাজন এবং নভদীপ সাইনি
আরো পড়ুন: কোহলিকে হারিয়েও পাক চ্যানেলের BREAKING NEWS এ অপদস্থ ইমরান, খিল্লি হল চূড়ান্ত
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন