IND vs AUS Boxing Day Test Live Score Streaming: বৃহস্পতিবার এমসিজিতে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ বর্তমানে ১-১। গাব্বায় বৃষ্টিতে খেলার মীমাংসা হয়নি। এই পরিস্থিতিতে মেলবোর্নে দুই দলই জেতার মরিয়া চেষ্টা চালাবে।
জসপ্রীত বুমরার নেতৃত্বে পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয় পেয়ে সিরিজে এগিয়েছিল। এডিলেড ওভালে দিনরাতের খেলায় ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে, ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মোট ৪৪৫ রান করেছিল। জবাবে, ভারতের লোয়ার অর্ডার লড়াই চালিয়ে ফলোঅন বাঁচায়। শেষ পর্যন্ত বৃষ্টিতে খেলা অমীমাংসিত থেকে যায়।
তৃতীয় টেস্টের পর অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতকে লড়তে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে এই সিরিজ জিততেই হবে। দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত খেলা ১১০টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ৩৩টিতে। অস্ট্রেলিয়া জিতেছে ৪৬টি ম্যাচ। ৩০টি ম্যাচ ড্র হয়েছে। ১টি টাই হয়েছে।
ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং কবে, কোথায় হবে?
অস্ট্রেলিয়া-ভারত ৪র্থ টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচ শুরু সকাল ৫টায়। টস হবে ৩০ মিনিট আগে, ভোর সাড়ে ৪টায়।
তথ্য | বিস্তারিত |
প্রথম সেশন | সকাল ৫টা থেকে সকাল ৭টা |
মধ্যাহ্নভোজের বিরতি | সকাল ৭টা থেকে সকাল ৭টা ৪০ |
দ্বিতীয় সেশন | সকাল ৭টা ৪০ থেকে ৯টা ৪০ |
চা বিরতি | সকাল ৯টা ৪০ থেকে সকাল ১০টা |
তৃতীয় সেশন | সকাল ১০টা থেকে দুপুর ১২টা |
ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টেস্ট কোথায় দেখবেন?
ভারতে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টসে বক্সিং ডে টেস্ট দেখা যাবে। পাশাপাশি, ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটেও ম্যাচের লাইভ স্ট্রিমিং হতে পারে।
আরও পড়ুন- আমি বেঁচে রয়েছি কারণ.. হাসপাতাল থেকে প্ৰথমবার বিবৃতি কাম্বলির
ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিধ কৃষ্ণ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, হর্ষিত রানা, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল , নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, ঝিয়ে রিচার্ডসন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।