অশ্বিন, বুমরাকে বাইরে রেখেই ব্রিসবেন টেস্টের দল সাজাল ভারত। একেবারে জোড়া অভিষেক ঘটিয়ে দেওয়া হল টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দরকে। আর কার্যত ভারতের 'বি' টিমের কাছেই বেকায়দায় অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। লাঞ্চের সময় স্কোরবোর্ডে ৬৫ রান তোলার ফাঁকেই অজিরা হারিয়েছে জোড়া ওপেনার মার্কাস হ্যারিস, ওয়ার্নারকে।
দিনের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। ৪ বলে মাত্র ১ রান করে আউট তারকা ব্যাটসম্যান। কিছুক্ষণ পরেই শার্দুল ঠাকুর ফেরান পুকভস্কির জায়গায় সুযোগ পাওয়া মার্কাস হ্যারিসকে (২৩ বলে ৫)। ১৭/২ হয়ে যাওয়ার পর অজি ব্যাটিংকে টানছেন স্টিভ স্মিথ (৩০) এবং মার্নাস লাবুশানে (১৯)।
তার আগে ভারতের প্রথম একাদশে প্রত্যাশা মতই চমক দেখা গেল। তৃতীয় টেস্টের পরেই তিন তারকা- বুমরা, অশ্বিন এবং বিহারী চোট পান। তারপরে প্রথম একাদশ নামানোই চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে ম্যাচের একদিন আগে নিয়ম মেনে প্রথম একাদশ ঘোষণা করতে পারেনি টিম ইন্ডিয়া।
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, "বুমরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে ও। সকালে টসের সময় ওর অবস্থা খতিয়ে দেখা হবে।"
এদিন অবশ্য বুমরা বা অশ্বিনের অবস্থা খতিয়ে দেখে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সরাসরি ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয় তারকাকে। বদলে সুযোগ দেওয়া হয় নটরাজন এবং ওয়াশিংটন সুন্দরের মত দুই আনকোরা মুখকে।
আরো পড়ুন: কোহলিকে হারিয়েও পাক চ্যানেলের BREAKING NEWS এ অপদস্থ ইমরান, খিল্লি হল চূড়ান্ত
টিম ইন্ডিয়া প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, নটরাজন এবং নভদীপ সাইনি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন